নান্দনিক শৈলীতে ভরপুর “শাস্তি” নাটকের ১০০ তম প্রদর্শনী আজ


চট্টগ্রাম ব্যুরো: রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে “শাস্তি” নাটকের শততম প্রদর্শনী, আলোচনা সভা ও সম্মাননা প্রদান আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম মহানগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম সন্ধ্যা ৭ টায় কথক নাট্য সম্প্রদায় এটির আয়োজন করে। নাটকটি ১৯৯৬ সালে স্টুডিও থিয়েটারে ১ম প্রদর্শনী হয়। নাটকটিতে নাট্যরূপ: বীরু মুখোপ্যাধায়, রূপান্তর: বিক্রম চৌধুরী, ও নিদের্শনা দিয়েছেন আহমেদ ইকবাল হায়দার। বাঙ্গালীর মেধা মনন ও সৃজনশীল কর্মকান্ডে রবীন্দ্রনাথ এক অফুরন্ত নান্দনিক ভান্ডার। রবীন্দ্রনাথের অন্যান্য সৃজনশীল কর্মকান্ডের মতই তাঁর ছোটগল্প শুধুই বাঙ্গালীদের সম্পদ নয়, বিশ্ব মানবতায় তার এই সম্পদ এক অপরিহার্য বিষয়ে পরিণত হয়েছে। তাঁর রচিত ‘শাস্তি’ গল্পটি প্রচুর দ্বান্দ্বিকতায় এবং নান্দনিক শৈলীতে ভরপুর। এই গল্পটিতে কঠোর দারিদ্রের নিপীড়ন যেমন পাই তেমনি বেঁচে থাকার অর্থাৎ সুস্থ সুন্দর ভাবে বেঁচে থাকার দিকে নির্দেশনার খোঁজও পাওয়া যায়। নাটকটিতে রবীন্দ্রনাথ দারিদ্রের নিস্পেষিত কৃষক কুলের প্রতিচ্ছবিটি যে বলিষ্টতায় তুলে ধরেছেন তা তুলনাহীন। এমনকি মুখ ফসকে বেরিয়ে আসা কথাটিও মনস্তাত্বিক বহুব্যঞ্জনায় বিধৃত হয়েছে তা একমাত্র রবীন্দ্রনাথের পক্ষে সম্ভব হয়েছে। দুখীরাম, ছিদাম ও তাদের দুই বৌয়ের সাংসারিক ও সামাজিক জীবন যে অভিজ্ঞতার আলোকে তুলে ধরা হয়েছে তার দৃষ্টান্ত খুবই বিরল। দুখীরাম, ছিদাম তাদের পরিবারের আশা আকাঙ্খার ছবি এখনও আমাদের বর্তমান সমাজে সুস্পষ্ট। এদিক থেকে গল্পটি যেমন ধ্রুপদী চিন্তা চেতনায় উদ্ভাসিত তেমনি বৈষম্য নিরসনে আমাদেরকে ভাবায় ও আলোড়িত করে। তাই বর্তমান সমাজ ব্যবস্থায় বিরাজমান শোষণ এর বিরুদ্ধে গল্পটি দুঃখ জাগানিয়ার গান হিসাবে প্রতিধ্বনিত। শাস্তি নাট্যরূপায়নে ঘটনার বিস্তৃত বাংলার কোমল মৃত্তিকায় ট্রাজেডী পাষাণ প্রতিমা নির্মাণ করেছে। নাটকটিতে অভিনয় করেছেন, কেয়া রায়, শাহীন চৌধুরী, মোঃ নাসির উদ্দিন, কেশব রায়, সালমা বেগম, সুদর্শন চক্রবর্তী, এ. কে. এম ইসমাইল হোসেন, জানে আলম টিটু, বিক্রম চৌধুরী। আলোক প্রক্ষেপনে বেদারুল হোসেন খোকন এবং আবহ সঙ্গীতে শফিকুর রহমান ও নাজমুল কবির খান। সার্বিক সহযোগিতা শফিকুর রহমান, আজিজুল হক, ইলিয়াছ খান, বশির মিয়া স্বপন, হুমায়ন কবির পারভেজ, হিলেম, রেদোয়ান আহম্মদ, অরিত্রি চৌধুরী এবং দেবাশীষ ভট্টাচার্য ।