নাবী পাটবীজ উৎপাদনকারী চাষিদের প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত


মোঃ সুমন ইসলাম প্রামানিক, ডোমার নীলফামারী প্রতিনিধিঃসোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় নাবী পাটবীজ উৎপাদনকারী চাষি প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৬ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়,পাট অধিদপ্তর ডোমারের আয়োজনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা-২০২২ইং অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি’র সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,ডিপ্লোমা কৃষিবিদ রেজাউল করিম মিজান।
এসময় অন্যান্নদের মাঝে বক্তব্য রাখেন নীলফামারী জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈয়বুর রহমান, উপজেলা কৃষি উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ আনিসুজ্জামান, সহকারী পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল বারী,কৃষকদের পক্ষ থেকে ৯নং সোনারায় ইউনিয়নের কৃষক ওমর আলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন উন্নত প্রযুক্তিতে পাট ও পাটবীজ উৎপাদন করে বাংলাদেশকে সোনালী আঁশের সোনার দেশে পরিনত করতে প্রান্তিক কৃষকদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য যে নাবী পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মসূচীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রান্তিক ৫০ জন কৃষক কৃষাণীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।