ঢাকা, বৃহস্পতিবার, ২৩শে মার্চ ২০২৩ ইং | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ থেকে এসে ঠাকুরগাঁওয়ে চুরি করেছিলেন তারা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে গত ৫ আগষ্ট প্রতিষ্ঠানের তৃতীয় তলার কম্পিউটার ল্যাব থেকে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনার প্রেক্ষিতে বাদী হয়ে মামলা করেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। মামলা চলমান অবস্থায় একই কায়দায় সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে চুরির ঘটনায় আটক হোন এরশাদ (৩৬) ও হাসান (৩২) মানে দুই চোর।  এ ঘটনায় সেই চোরদের সম্পৃক্ততা প্রমাণের জন্য নিয়ে আসা হয় ঠাকুরগাঁওয়ে।
রোববার (১১ ডিসেম্বর) দুপুরে চুরির ঘটনা বর্ণনা জানতে তাদের ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউটে নিয়ে যায় ডিবি পুলিশ। চুরির ঘটনার সত্যতা স্বীকার করে পুরো বর্ণনাটি দেন তারা।
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার চররাজাপুর গ্রামের জামাল হোসেনের ছেলে এরশাদ৷ একই থানার মুসলিমনগর নতুন বাজার গ্রামের দেলোয়ারের ছেলে হাসান৷ সারাদেশে সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট গুলোকে লক্ষ করে চুরি করে থাকেন তারা৷
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই নবীউল হক বলেন, গত ৪-৬ আগষ্টের মধ্যে এ প্রতিষ্ঠানে একটি দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটে৷ পরে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন৷ পরে ঠাকুরগাঁও পুলিশ সুপারের আদেশক্রমে ডিবি পুলিশকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়৷ তদন্তের প্রারম্ভিক কালে এখানে কিছু ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়৷ এগুলোর জন্য আমি সিআইডির শরণাপন্ন হই। পরে এখান থেকে নমুণা নিয়ে ঢাকায় পাঠানো হয়৷ মামলা তদন্ত অব্যহত থাকে। একটা পর্যায়ে জানতে পারি যে এই চুরির সাথে জড়িত কতিপয় চোর সাতক্ষীরায় চুরির ঘটনায় আটক হোন৷ পরে তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে জানা যায় এ চোরগুলোই ঠাকুরগাঁওয়ের চুরির ঘটনায় জড়িত। পরবর্তীতে আইনগত যে বিষয়গুলো সেগুলো সম্পন্ন করা হয়।
আজকে ঠাকুরগাঁও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এদের পুনঃ গ্রেফতারের শুনানি হয়। বিজ্ঞ আদালত তাদের আসামী করার আদেশ দেন৷  জিজ্ঞাসাবাদের নিমিত্তে দুই দিনের রিমান্ডের আবেদন করা হয়। বিজ্ঞ আদালত রিমান্ড মন্জুর করেন। তারা দুজনে বর্তমানে পুলিশ রিমান্ডে আছেন৷ জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। মামলা তদন্তের স্বার্থে আমরা সরাসরি তাদের প্রতিষ্ঠানে নিয়ে এসেছি। তারা পুরো চুরির ঘটনার প্রক্রিয়াটি বর্ণনা করেছেন ও চুরির সত্যতা স্বীকার করেছেন৷  মামলা তদন্তের শেষে আমরা বলতে পারব এরা দুজনে না আরো বড় চক্র আছে ওদের সাথে৷
ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ইঞ্জি.মাকসুদুর রহমান বলেন, গত ৪-৬ ডিসেম্বরের মধ্যে আমাদের প্রতিষ্ঠানের ল্যাব থেকে ৪৪ টি কম্পিউটারের মালামাল চুরি হয়। পরে আমাদের প্রতিষ্ঠানের এআইডিটি বিভাগের প্রধান বাদী হয়ে মামলা দায়ের করেন৷ পরে এটি পুলিশ ও সিআইডি তদন্ত করেন। দুইজন চোর আটক হয়েছেন। বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছেন৷

You must be Logged in to post comment.

রমজানের পবিত্রতা রক্ষাসহ দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ করার দাবীতে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল     |     আটোয়ারীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন     |     রংপুরে পাইলিং মেশিনের খুঁটি পড়ে শ্রমিকের মৃত্যু      |     ফুলবাড়ীতে গৃহবধু কে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক এক     |     রানীশংকৈলের নবধারা বিদ্যানিকেতনে জমজ শিশুদের কলরব     |     ফুলবাড়ীতে নির্মাণাধীন বীর নিবাসের ছাদ ঢালাই উদ্বোধন।     |     ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন।     |     বীরগঞ্জে নিম্নমানের সামগ্রী দিয়ে রিং পাইপ নির্মাণ     |     সহকারী জজ নিয়োগ পরীক্ষায় দেশ সেরা আশিক উজ জামানকে বোদায় সংবর্ধনা     |     গাংনীতে শিশু ধর্ষণ অপচেষ্টার অপরাধে থানায় মামলা। ২ জন আসামীর একজন পলাতক     |