ঢাকা, রবিবার, ৩রা ডিসেম্বর ২০২৩ ইং | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ থেকে এসে ঠাকুরগাঁওয়ে চুরি করেছিলেন তারা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে গত ৫ আগষ্ট প্রতিষ্ঠানের তৃতীয় তলার কম্পিউটার ল্যাব থেকে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনার প্রেক্ষিতে বাদী হয়ে মামলা করেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। মামলা চলমান অবস্থায় একই কায়দায় সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে চুরির ঘটনায় আটক হোন এরশাদ (৩৬) ও হাসান (৩২) মানে দুই চোর।  এ ঘটনায় সেই চোরদের সম্পৃক্ততা প্রমাণের জন্য নিয়ে আসা হয় ঠাকুরগাঁওয়ে।
রোববার (১১ ডিসেম্বর) দুপুরে চুরির ঘটনা বর্ণনা জানতে তাদের ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউটে নিয়ে যায় ডিবি পুলিশ। চুরির ঘটনার সত্যতা স্বীকার করে পুরো বর্ণনাটি দেন তারা।
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার চররাজাপুর গ্রামের জামাল হোসেনের ছেলে এরশাদ৷ একই থানার মুসলিমনগর নতুন বাজার গ্রামের দেলোয়ারের ছেলে হাসান৷ সারাদেশে সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট গুলোকে লক্ষ করে চুরি করে থাকেন তারা৷
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই নবীউল হক বলেন, গত ৪-৬ আগষ্টের মধ্যে এ প্রতিষ্ঠানে একটি দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটে৷ পরে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন৷ পরে ঠাকুরগাঁও পুলিশ সুপারের আদেশক্রমে ডিবি পুলিশকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়৷ তদন্তের প্রারম্ভিক কালে এখানে কিছু ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়৷ এগুলোর জন্য আমি সিআইডির শরণাপন্ন হই। পরে এখান থেকে নমুণা নিয়ে ঢাকায় পাঠানো হয়৷ মামলা তদন্ত অব্যহত থাকে। একটা পর্যায়ে জানতে পারি যে এই চুরির সাথে জড়িত কতিপয় চোর সাতক্ষীরায় চুরির ঘটনায় আটক হোন৷ পরে তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে জানা যায় এ চোরগুলোই ঠাকুরগাঁওয়ের চুরির ঘটনায় জড়িত। পরবর্তীতে আইনগত যে বিষয়গুলো সেগুলো সম্পন্ন করা হয়।
আজকে ঠাকুরগাঁও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এদের পুনঃ গ্রেফতারের শুনানি হয়। বিজ্ঞ আদালত তাদের আসামী করার আদেশ দেন৷  জিজ্ঞাসাবাদের নিমিত্তে দুই দিনের রিমান্ডের আবেদন করা হয়। বিজ্ঞ আদালত রিমান্ড মন্জুর করেন। তারা দুজনে বর্তমানে পুলিশ রিমান্ডে আছেন৷ জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। মামলা তদন্তের স্বার্থে আমরা সরাসরি তাদের প্রতিষ্ঠানে নিয়ে এসেছি। তারা পুরো চুরির ঘটনার প্রক্রিয়াটি বর্ণনা করেছেন ও চুরির সত্যতা স্বীকার করেছেন৷  মামলা তদন্তের শেষে আমরা বলতে পারব এরা দুজনে না আরো বড় চক্র আছে ওদের সাথে৷
ঠাকুরগাঁও পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ইঞ্জি.মাকসুদুর রহমান বলেন, গত ৪-৬ ডিসেম্বরের মধ্যে আমাদের প্রতিষ্ঠানের ল্যাব থেকে ৪৪ টি কম্পিউটারের মালামাল চুরি হয়। পরে আমাদের প্রতিষ্ঠানের এআইডিটি বিভাগের প্রধান বাদী হয়ে মামলা দায়ের করেন৷ পরে এটি পুলিশ ও সিআইডি তদন্ত করেন। দুইজন চোর আটক হয়েছেন। বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছেন৷

You must be Logged in to post comment.

আজ ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদার মুক্ত দিবস     |     মেহেরপুরের পিরোজপুর গ্রামের কলা ব্যবসায়ীর ছাদ থেকে বোমা সাদৃশ বস্তু উদ্ধার     |     বিজয়ের মাস উদযাপনে মেহেরপুর-২ আওয়ামীলীগের প্রার্থী ডা. সাগরের সংবাদ সম্মেলন     |     গাংনীর কাজীপুর গ্রামে আদালতে বিচারাধীন জমি দখলে নিতে ভিখারিনীর বাড়ি ঘর ভাংচুর করে উচ্ছেদ করার অভিযোগ     |     পার্বতীপুর পৌরসভাকে মেয়রের ফিস্টুলামুক্ত ঘোসনা     |     মাদারীপুর-৩ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই স্বতন্ত্র প্রার্থীর     |     জাতীয় নির্বাচন : নীলফামারী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী     |     মেহেরপুরে কলাইডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু     |     ঠাকুরগাঁও মননোয়ন পত্র জমা দিলেন ২০ জন প্রার্থী     |     মেহেরপুরে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী সহ ২৫ জনের মনোনয়নপত্র দাখিল     |