নাশকতার আশংকায় আটোয়ারীতে আরও এক জামাত সমর্থিত আটক


আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা : নাশকতার আশংকায় পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ আরও এক জামাত সমর্থিত ব্যক্তি আটক করেছে। উল্লেখ, গতকাল বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার এস.আই আবু রায়হান এক অভিযান পরিচালনা করেন। অভিযানে পুলিশ উপজেলার তোড়িয়া ইউনিয়নের ডুহাপাড়া গ্রামের জনৈক মৃত সিরাজ উদ্দীনের পুত্র মোঃ জেকেরিয়া ইসলাম (৪৫) কে ফকিরগঞ্জ বাজার এলাকা হতে আটক করে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এনিয়ে আটোয়ারী গত তিন দিনে ৩ জামাত কর্মীকে আটক করা হলো।