ঢাকা, বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর ২০২৩ ইং | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নিখোঁজের ২৫ দিনেও উদ্ধার হয়নি শৈলকুপার স্কুল ছাত্রী ঝুমুর

মনিরুজ্জামান সুমন: নিখোঁজের ২৫ দিনেও উদ্ধার হয়নি ঝিনাইদহের শৈলকুপার স্কুল ছাত্রী জুলেখা খাতুন ঝুমুর। গত ১৭ অক্টোবরে শৈলকুপার মৌবন মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার সময় নিখোঁজ হয় সে। মেয়েকে হারিয়ে তার পরিবার শোকে মুর্চ্ছা যাচ্ছে বারবার। জুলেখা খাতুন ঝুমুর শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের ব্রক্ষপুর গ্রামের উম্মে কুলসুমের মেয়ে ও মৌবন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী।
ঝুমুরের মাতা উম্মে কুলসুম জানান, ১৭ অক্টোবর সকাল ৯ টার সময় আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হয়। এরপর সে আর বাড়ীতে ফিরে আসেনি। অনেক খোজাখুজির পরও ঝুমুরের কোন সন্ধান মেলেনি। এ ব্যাপারে ঝিনাইদহের শৈলকুপায় থানায় ৬ নভেম্বর একটি সাধারন ডায়েরী করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম জানান, মেয়েটি উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছি। উদ্ধার হলে এর প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে তিনি আরো জানান। যদি কেউ নিখোঁজ মেয়েটির সন্ধান পেয়ে থাকেন তাহলে শৈলকুপা থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

You must be Logged in to post comment.

সরকার পতনের ১ দফা দাবিতে গাংনীতে বিএনপির অবরোধ ও বিক্ষোভ মিছিল     |     বোদায় শিক্ষকের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা     |     ঝিকরগাছায় উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশনের নির্বাচনে শিল্পী সভাপতি ও নাসরিন সম্পাদক নির্বাচিত     |     যশোর-২ এর আ’লীগের নৌকার মনোনয়ন নিয়ে এলাকায় ফিরলেন ডা. তৌহিদুজ্জামান তুহিন     |     মোটর সাইকেলের বহর নিয়ে সাবেক সংসদ সদস্যর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল     |     আসন্ন দ্বাদশ সংসদ নিবার্চন -২০২৪ : মেহেরপুর-২ আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দলীয় প্রার্থী হিসেবে কমরেড বকুলের মনোনয়ন পত্র জমা     |     আটোয়ারীতে ৫৭ বোতল ফেনসিডিল সহ মাদক সম্রাট র‌্যাবের হাতে আটক     |     তিন হাজার টাকা প্রিমিয়াম দিয়ে গ্রাহকের মৃত্যু, বীমা দাবি পেলেন ২ লাখ ৮০ হাজার টাকা     |     গাংনীতে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী এএসএম নাজমুল হক সাগরকে গাংনীবাসীর পক্ষ থেকে গণ সংবর্ধনা     |     শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থী দুলালকে গণসংবর্ধনা, জনতার ঢল     |