ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

নিদাহাস ট্রফিতে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ

নিদাহাস ট্রফিতে আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামছে টইগাররা। বাংলাদেশে অনুষ্ঠিতব্য সিরিজের ব্যথতা ভূলে ভালো শুরু করতে চায় বাংলাদেশের ক্রিকেটাররা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

প্রথম ম্যাচ হারলেও বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় টিম উন্ডিয়া। প্রথম ম্যাচে তারা ৫ উইকট হেরেছে শ্রীলঙ্কার কাছে। এদিকে জয় দিয়ে ভালো শুরু করার প্রত্যয় বাংলাদেশের। চলতি বছরের শুরুটা ভালো হলেও শেষ কয়েকটি ম্যাচ হেরেছে বাংলাদেশ।তাি নিজেদর প্রথম ম্যাচে জিতে আত্ববিশ্বাস বাড়িয়ে নিতে জয় ছাড়া কিছু ভাবছে না ক্রিকেটাররা।

অবশ্য নিদাহাস ট্রফির আগে গতকাল একমাত্র প্রস্তুতি ম্যাচে দারুন পারফরমেন্স করেছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলংকা প্রেসিডেন্ট একাদশকে ৪১ রানে হারায় টাইগাররা। কলম্বোর ক্রিকেট ক্লাব মাঠে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রান করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন মুশফিকুর রহিম। এছাড়া মাহমুুদুল্লাহ রিয়াদ ৪৩ ও লিটন কুমার দাস ৪০ রান করেন। জবাবে ১৪৫ রানেই গুটিয়ে যায় শ্রীলংকা প্রেসিডেন্ট একাদশ। বাংলাদেশের পক্ষে রুবেল হোসেন ও তাসকিন আহমেদ ২টি করে উইকেট নেন।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |