নিদাহাস ট্রফিতে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ


নিদাহাস ট্রফিতে আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামছে টইগাররা। বাংলাদেশে অনুষ্ঠিতব্য সিরিজের ব্যথতা ভূলে ভালো শুরু করতে চায় বাংলাদেশের ক্রিকেটাররা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
প্রথম ম্যাচ হারলেও বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় টিম উন্ডিয়া। প্রথম ম্যাচে তারা ৫ উইকট হেরেছে শ্রীলঙ্কার কাছে। এদিকে জয় দিয়ে ভালো শুরু করার প্রত্যয় বাংলাদেশের। চলতি বছরের শুরুটা ভালো হলেও শেষ কয়েকটি ম্যাচ হেরেছে বাংলাদেশ।তাি নিজেদর প্রথম ম্যাচে জিতে আত্ববিশ্বাস বাড়িয়ে নিতে জয় ছাড়া কিছু ভাবছে না ক্রিকেটাররা।
অবশ্য নিদাহাস ট্রফির আগে গতকাল একমাত্র প্রস্তুতি ম্যাচে দারুন পারফরমেন্স করেছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলংকা প্রেসিডেন্ট একাদশকে ৪১ রানে হারায় টাইগাররা। কলম্বোর ক্রিকেট ক্লাব মাঠে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রান করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন মুশফিকুর রহিম। এছাড়া মাহমুুদুল্লাহ রিয়াদ ৪৩ ও লিটন কুমার দাস ৪০ রান করেন। জবাবে ১৪৫ রানেই গুটিয়ে যায় শ্রীলংকা প্রেসিডেন্ট একাদশ। বাংলাদেশের পক্ষে রুবেল হোসেন ও তাসকিন আহমেদ ২টি করে উইকেট নেন।