নিদাহাস ট্রফির দলে সাকিব, শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন

নিদাহাস ট্রফির দলে অন্তর্ভুক্ত করা হয়েছে সাকিব আল হাসানকে। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে খেলছেন সাকিব। ইনজুরির জন্য খেলতে না পারলেও সুস্থ্য হয়ে উঠায় দলে অন্তভূক্ত করা হয়েছে তাকে। বৃহস্পতিবার দুপুরে বিসিবি এক ই-মেইল বার্তায় সাকিবকে অন্তর্ভুক্ত করার খবরটি জানায়। সাকিব বৃহস্পতিবারই দলের সঙ্গে কলম্বোতে যোগ দিচ্ছেন।
নিদাহাস ট্রফির জন্য যখন বিসিবি দল ঘোষণা করে, তখন তাতে নাম ছিলো সাকিবের। কিন্তু ইনজুরি থেকে পুরোপুরি ফিট না হওয়ায় তাকে শেষ মুহূর্তে সরিয়ে নেয়া হয় এবং পরে জানানো হয়, সাকিব এই সিরিজে খেলতে পারছেন না।
খেলতে না পারলেও শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দিয়েছিলেন সাকিব। পরে সেখান থেকে অস্ট্রেলিয়ায় উড়ে গিয়ে দেখিয়েছেন চিকিৎসক এবং দেশে ফিরে তিনি গত তিনদিন ধরে ব্যস্ত ছিলেন অনুশীলনে।
নিদাহাস ট্রফিতে নিজেদের প্রথম তিন ম্যাচের দুটিই হেরেছে বাংলাদেশ। একমাত্র জয় এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে। শুক্রবার তাদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচটি জিতলে মিলবে ফাইনালের টিকিট। আর হারলে ফিরে আসতে হবে দেশে।
সাকিবের দলে যোগ দেয়ার মাধ্যমে ফাইনাল-স্বপ্নটা আরো উজ্জ্বল হলো বাংলাদেশের। সাকিবকে সম্ভবত শুক্রবারই খেলতে দেখা যাবে।
সাকিব সর্বশেষ জাতীয় দলে খেলেছেন গত জানুয়ারিতে। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে অনুষ্ঠিত হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালে, ওই ম্যাচেই আঙুলে আঘাত পেয়ে দল ছিটকে যান তিনি।