ঢাকা, বৃহস্পতিবার, ২৩শে মার্চ ২০২৩ ইং | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

নিদাহাস ট্রফির দলে সাকিব, শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন

নিদাহাস ট্রফির দলে অন্তর্ভুক্ত করা হয়েছে সাকিব আল হাসানকে। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে খেলছেন সাকিব। ইনজুরির জন্য খেলতে না পারলেও সুস্থ্য হয়ে উঠায় দলে অন্তভূক্ত করা হয়েছে তাকে। বৃহস্পতিবার দুপুরে বিসিবি এক ই-মেইল বার্তায় সাকিবকে অন্তর্ভুক্ত করার খবরটি জানায়। সাকিব বৃহস্পতিবারই দলের সঙ্গে কলম্বোতে যোগ দিচ্ছেন।

নিদাহাস ট্রফির জন্য যখন বিসিবি দল ঘোষণা করে, তখন তাতে নাম ছিলো সাকিবের। কিন্তু ইনজুরি থেকে পুরোপুরি ফিট না হওয়ায় তাকে শেষ মুহূর্তে সরিয়ে নেয়া হয় এবং পরে জানানো হয়, সাকিব এই সিরিজে খেলতে পারছেন না।

খেলতে না পারলেও শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দিয়েছিলেন সাকিব। পরে সেখান থেকে অস্ট্রেলিয়ায় উড়ে গিয়ে দেখিয়েছেন চিকিৎসক এবং দেশে ফিরে তিনি গত তিনদিন ধরে ব্যস্ত ছিলেন অনুশীলনে।

নিদাহাস ট্রফিতে নিজেদের প্রথম তিন ম্যাচের দুটিই হেরেছে বাংলাদেশ। একমাত্র জয় এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে। শুক্রবার তাদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচটি জিতলে মিলবে ফাইনালের টিকিট। আর হারলে ফিরে আসতে হবে দেশে।

সাকিবের দলে যোগ দেয়ার মাধ্যমে ফাইনাল-স্বপ্নটা আরো উজ্জ্বল হলো বাংলাদেশের। সাকিবকে সম্ভবত শুক্রবারই খেলতে দেখা যাবে।

সাকিব সর্বশেষ জাতীয় দলে খেলেছেন গত জানুয়ারিতে। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে অনুষ্ঠিত হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালে, ওই ম্যাচেই আঙুলে আঘাত পেয়ে দল ছিটকে যান তিনি।

You must be Logged in to post comment.

গাংনীতে মরহুম গোলাম সরোয়ার ভলিবল টুর্নামেন্ট -২০২৩ অনুষ্ঠিত জামজামিকে হারিয়ে ঢেপা চ্যাম্পিয়ন     |     রমজানের পবিত্রতা রক্ষাসহ দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ করার দাবীতে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল     |     আটোয়ারীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন     |     রংপুরে পাইলিং মেশিনের খুঁটি পড়ে শ্রমিকের মৃত্যু      |     ফুলবাড়ীতে গৃহবধু কে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক এক     |     রানীশংকৈলের নবধারা বিদ্যানিকেতনে জমজ শিশুদের কলরব     |     ফুলবাড়ীতে নির্মাণাধীন বীর নিবাসের ছাদ ঢালাই উদ্বোধন।     |     ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন।     |     বীরগঞ্জে নিম্নমানের সামগ্রী দিয়ে রিং পাইপ নির্মাণ     |     সহকারী জজ নিয়োগ পরীক্ষায় দেশ সেরা আশিক উজ জামানকে বোদায় সংবর্ধনা     |