নিম্ন আয় থেকে নিম্ন মধ্য আয়ের দেশে উত্তরণে ফুলবাড়ীতে আনন্দ শোভা যাত্রা

মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশ উত্তরণ হওয়ায় দেশ ব্যাপী প্রচারাভিযান ও সেবা সপ্তাহ পালন উপলক্ষে সারা দেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আনন্দ শোভা ও সংক্ষিপ্ত আলচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী এর নেতৃতে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভা যাত্রা বের করা হয়।
আনন্দ শোভা যাত্রা শেষে উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী এর সভাপতিত্বে বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ্য মাসুদুর রহমান মাসুদ এর সঞালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী শাহ্, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা পঃপঃকর্মকর্তা আলহাজ্ব নুরুল ইসলাম,কৃষি অফিসার কৃষিবিদ এটিএম হামীম আশরাফ,ইউপি চেয়ারম্যান মানিক রতন, উপজেলা প্রকৌশলী শহিদুজ্জামান প্রমুখ।