নিয়মনীতি মেনে ও সার্বক্ষনিক চিকিৎসক ও ডিপ্লোমা নার্স দিয়ে ক্লিনিক চালানো যাবে পঞ্চগড় সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধূরী


পঞ্চগড় প্রতিনিধি:নিয়মনীতি মেনে ও সার্বক্ষনিক চিকিৎসক ও ডিপ্লোমা নার্স দিয়ে ক্লিনিক ব্যবসা চালানো যাবে। সরকারের স্বাস্থ্য বিভাগের শর্ত মেনে ক্লিনিক কর্তৃপক্ষের মানুষকে সেবা দিতে হবে। সেবা নিতে আসা মানুষের যেন কষ্ট লাঘব করা যায়। এজন্য সরকারের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক হাসপাতালগুলোকে মনিটরিং করা হচ্ছে। অবিলম্বে এসব বিষয়ে ব্যবস্থা নিতে ক্লিনিক মালিকদের প্রতি পরামর্শ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে পঞ্চগড় জেলার বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক হাসপাতালগুলোর মালিকদের সঙ্গে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক বিবিধ বিষয় ও ডেঙ্গু নিয়ে মতবিনিময় সভায় পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধূরী এসব কথা বলেন।
একই সঙ্গে ক্লিনিক ডায়াগনস্টিক ও হাসপাতাল তদারকির জন্য মনিটরিং টিম গঠন করা হবে এবং শিগগিরই মনিটরিংয়ের জন্য মাঠে নামানো হবে বলেও জানিয়েছেন তিনি।
তিনি আরও জানান, রোগীদের নিয়ে অসুস্থ্য প্রতিযোগীতা বন্ধ করতে হবে। অপারেশন থিয়েটারে লজিস্টিক সাপোর্টের ঘাটতি নিয়ে কাজ করা যাবে না। অপারেশন থিয়েটারে লজিস্টিক সাপোর্টের ঘাটতি আছে। ক্লিনিকগুলোতে সিজারের পর প্রয়োজনীয় অক্সিজেন সাপোর্টের ব্যবস্থা থাকতে হবে। অপারেশন থিয়েটারগুলো আরও আধুনিকায়ন করতে হবে।
শুধু নামমাত্র ব্লাড ব্যাংক স্থাপন করলে হবে না যথাযথ প্রক্রিয়া অনুসরন করে রক্ত গ্রহন এবং প্রদান করতে হবে। প্রতিটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের জন্য জিএ মেশিন সচল করার উপরেও জোর দেন সিভিল সার্জন।
মতবিনিময় সভায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক রাজিউল করিম রাজু, বিএমএ পঞ্চগড় শাখার সাধারন সম্পাদক ডা. মনসুর আলম, সিনিয়র কনসালট্যান্ট ডা. আমির হোসেন, শিশু বিশেষজ্ঞ ডা. মনোয়ার হোসেন, ক্লিনিক মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. খালেদ তৌহিদ পুলক, সাধারন সম্পাদক মোর্শেদ রায়হান প্রমুখ বক্তব্য রাখেন ।
স্বাস্থ্য বিভাগ এবং ক্লিনিক মালিক ও ডায়াগনেস্টিক সেন্টারগুলো জেলার স্বাস্থ্য সুরক্ষায় একযোগে কাজ করতে একমত পোষন করেন।