নিয়োগ বিজ্ঞপ্তি : পল্লী সঞ্চয় ব্যাংকে ক্যাশ সহকারী পদে ৪৮৫ জন

সরকারি ব্যাংক পল্লী সঞ্চয় ব্যাংকে ক্যাশ সহকারী পদে ৪৮৫ জন জনবল নিয়োগ দেয়া হবে। ব্যাংকটির ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের যেকোন স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তি আবেদন করতে পারবেন।
শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ২.৮৫ থাকতে হবে। প্রার্থীকে কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
বেতন জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ১০২০০-২৪৬৮০ টাকা ।
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন http://psb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র/ কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ২৯ মার্চ ২০১৮।
আবেদন করতে কোন সমস্যা হলে যেকোন টেলিটক মোবাইল থেকে ১২১ এ কল করুন অথবা টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন। এছাড়াও [email protected] ইমেইলে যোগাযোগ করা যাবে।