নীলফামারী জেলার পলাশবাড়ি ইউনিয়নে দিন মজুরের মেয়েকে ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ

বিশেষ প্রতিনিধি: নীলফামারী জেলার পলাশবাড়ি ইউনিয়নে দিন মজুরের মেয়েকে ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ নীলফামারী জেলার পলাশবাড়ি ইউনিয়নের সীমান্ত পাড়ায় এ ঘটনা ঘটে। মেয়েটিকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে কর্তব্যরত ডাক্তার। বর্তমানে ওই হাসপতালে চিকিৎসাধীন রয়েছে মেয়েটি। আজ শুক্রবার এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ জানায়,বৃহস্পতিবার দুপুরে মেয়েটির মা, বিভিন্ন বাড়িতে কাজ করে সংসার চালান তিনি। তার স্বামী দিনমজুর, ঢাকায় একটি ইটভাটায় কাজে আছেন তিনি। মেয়ের মা বলেন,প্রতিদিনের মতো সকালে মানুষের বাড়িতে ঝিঁয়ের কাজে গিয়ে সন্ধ্যায় বাড়িতে ফিরে এসে ,দেখে মেয়ে বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে, তার পরনের প্যান্ট বয়ে রক্তে ঝরছে। এ সময় মেয়েকে জিজ্ঞাসা করলে সে জানায়, দুপুরে দিকে বাড়ির বাইরে খেলছিল। তখন প্রতিবেশী শুকুর আলী (৪৫) তাকে বিস্কুটের লোভ দেখিয়ে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে সেখানে রেখে পালিয়ে যায়।” প্রতিবেশীদের সহযোগিতায় সন্ধ্যার দিকে মেয়েটিকে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। নীলফামারী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ শাহ্ বলেন, প্রাথমিকভাবে মেয়েটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। মেয়েটির রক্তক্ষরণ বেশি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।”গ্রেপ্তারে অভিযান চলছে বলে নীলফামারী সদর থানার ওসি বাবুল আকতার জানিয়েছেন। ঘটনার পর পলাতক রয়েছে শুকুর আলী।