ঢাকা, বুধবার, ৬ই ডিসেম্বর ২০২৩ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নীলফামারী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হোককে সংবর্ধনা প্রদান। 

মোঃ সুমন ইসলাম প্রামানিক,ডোমার নীলফামারী প্রতিনিধি। নীলফামারীর ডোমারে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হককে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ।
সোমবার (২৮শে নভেম্বর) দুপুর সাড়ে ৩টায় ডোমার বাজার বাটার মোড়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর এমপি।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মো. মনোয়ার হোসেন।
ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরীর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন—নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, নীলফামারী পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মসফিকুল ইসলাম রিন্টু, নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুজার রহমান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর এমপি বলেন, দেশে গণতন্ত্র রয়েছে বলেই বিএনপি সহ অন্যান্য বিরোধী দলগুল্লো সভা-সমাবেশে সরকারের সমালোচনা করতে পারছে। আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনা ব্যতীত অন্য কেউ প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন না। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে আওয়ামী লীগের দলীয় কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধতার বিকল্প নেই। খুব দ্রুত ডোমারে শিল্পের উন্নয়ন ঘটানো হবে। সেই সাথে, মিতালি এক্সপ্রেস ট্রেনের যাত্রী উঠানামা করতে চিলাহাটিতে স্টপেজ সহ স্থলবন্দর চালু করার বিষয়ে কাজ চলছে। নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান অবশ্যই অবহেলিত ডোমারবাসীর উন্নয়নে এখানকার জনপ্রতিনিধিদের সাথে নিয়ে কাজ করবেন।
এসময় ডোমার উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনাস্বরূপ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাড. মমতাজুল হককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান।
নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাড. মমতাজুল হক বলেন, আমি গোটা জেলার মাঝে ডোমারের মানুষকে তুলনামূলক বেশি ভালোবাসি। দলীয় মনোনয়ন নিয়ে আসার পরেও, উন্নয়ন সাধনের তাগিদে ডোমার উপজেলার সচেতন চেয়ারম্যান-মেম্বার, মেয়র-কাউন্সিলরগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ডোমারে জেলা পরিষদ সুপার মার্কেট নির্মাণ, ডাকবাংলো উন্নয়ন, গণশৌচাগার সহ প্রথমদিকেই অনেক পরিকল্পনা আছে। সবার সহযোগিতায় ইনশাআল্লাহ ডোমারবাসীর জন্য ভালোকিছু করতে পারবো।
আলোচনা সভা শুরুর আগে, ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদ সহ স্থানীয় সংগঠনের কুশীলবদের পরিবেশনা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

You must be Logged in to post comment.

ঘাটাইলে বন বিভাগের জায়গা নিয়ে ব্যক্তি স্কুল কতৃপক্ষের দ্বন্দ     |     শৈলকুপায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দুলাল বিশ্বাস      |     মেহেরপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     গাংনীতে ফুটবল খেলতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু     |     বিরলে টিএমএসএস এর উদ্যোগে প্রান্তিক চাষীদের মাঝে ভুট্টার বীজ বিতরণ।     |     বিরলে টিএমএসএস এর উদ্যোগে প্রান্তিক চাষীদের মাঝে ভুট্টার বীজ বিতরণ।     |     মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক হলেন বীরগঞ্জের মমতাজ উদ্দিন     |     রংপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ     |     রংপুরের ৬ আসনে ১০ জনের মনোনয়ন বাতিল     |     গাংনীতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম উপলক্ষে র‌্যালি     |