নেটওয়ার্ক ঠিক হয়েছে গ্রামীণফোনের


নেটওয়ার্ক সচল হয়েছে বলে জানিয়েছে গ্রামীণফোন। বৃহস্পতিবার সকাল থেকে নেটওয়ার্ক বিভ্রাটে ভোগান্তিতে ছিলেন অপারেটরটির ব্যবহারকারীরা।
গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন খায়রুল বাশার সমকালকে বলেন, দুপুর ১টা ৪৭ মিনিটে সারাদেশে গ্রামীণফোনের নেটওয়ার্ক স্বাভাবিক হয়েছে।
পরে গ্রামীণফোন বিবৃতিতে বলেছে, গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ এলাকায় রাস্তায় খনন কাজ চলাকালে অনিচ্ছাবশত ফাইবার অপটিক ক্যাবল কেটে যাওয়ার ফলে আমাদের কিছু সংখ্যক সম্মানিত গ্রাহক সংযোগ সমস্যার সম্মুখীন হয়েছিলেন। তবে বর্তমানে পরিস্থিতি পুনরায় আমাদের নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সকল সমস্যা সমাধান করা হয়েছে।