নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত বিমানের যাত্রী পঞ্চগড়ের হাসান ইমাম-বিলকিস আরা দম্পতি নিহত

যশোর অফিস: নেপালের রাজধানী কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিমান বিধ্বস্থ হয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার দম্পতি হাসান ইমাম ও বিলকিস আরা। নিহত হাসান ইমাম পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর বাসিন্দা। তিনি তার স্ত্রী বিসকিস আরা সহ নেপাল ভ্রমনে যাচ্ছিলেন ইউএস-বাংলার উড়োযাহাজে চেপে। কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরনের ঠিক আগমুহূর্তে বিমানটি বিধ্বস্ত হয়। হাসান ইমাম ছিলেন মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক ও অবসরপ্রাপ্ত যুগ্ন সচিব এবং তার স্ত্রী বিলকিস আরা ছিলেন নাটোরের গোপালপুর কলেজের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষিকা।