নেপালে দূর্ঘটনায় নিহত মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের দাফন সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ নেপালে বিমান দূর্ঘটনায় নিহত মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বেগুনবাড়িতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে এই নিহত মুক্তিযুদ্ধাকে গার্ড অব অনার দেয়া হয়। জানাজায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, সাবেক এমপি জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামালসহ অন্যরা। পরে তাঁর লাশ নিয়ে যাওয়া হয় রাজশাহীর উপ-শহরের বাসায়। সেখানে বাদ জুম্মা দ্বিতীয় জানাজা শেষে একই দূর্ঘটনায় নিহত স্ত্রী আকতারা বেগমের পাশেই তাঁকে সমাহিত করা হয়। এর আগে ভোর ৬টায় লাশবাহী এ্যাম্বুলেন্সে করে মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের মরদেহ তার গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। এসময় কফিনে আপনজনকে দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। শেষবারের মত একনজর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের মরদেহ দেখার জন্য ছুটে আসেন মুক্তিযোদ্ধাসহ ও আশপাশের গ্রামের শতশত মানুুষ।