ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

নেপালে বিমান দুর্ঘটনা নিহতদের রাষ্ট্রীয় শোকে স্মরণ

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বাংলাদেশি ইউএস-বাংলা বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন করছে গোটা দেশ। আজ বৃহস্পতিবার জাতীয় পতাকা অর্ধনমিত রেখে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে গোটা জাতি। বৃহস্পতিবার সকাল থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে এবং বিদেশে সকল বাংলাদেশ মিশনে জাতীয় পাতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এ ছাড়া শুক্রবার সারা দেশে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

গত সোমবার কাঠমান্ডুতে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিধ্বস্ত হয়ে ৫১ জন নিহত হন। এর মধ্যে ৩২ বাংলাদেশি যাত্রীর মধ্যে চার ক্রুসহ ২৬ জনই নিহত হন।

দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবার বিকালে দেশে ফিরেন। সংশ্লিষ্টদের নিয়ে বুধবার জরুরি বৈঠকে বসেন তিনি। বৈঠকে বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

এ ছাড়া সভায় অগ্নিদগ্ধদের চিকিৎসা দিতে সাত সদস্যের একটি চিকিৎসক দল নেপাল পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। দলের নেতৃত্বে থাকছেন ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক লুৎফর কাদির লেলিন। বৃহস্পতিবার সকাল ১১টায় নেপালের উদ্দেশে রওনা হওয়া কথা রয়েছে তাদের।

এদিকে নিহতদের লাশ দ্রুত শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার ক্ষেত্রে নেপালকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। তবে এ বিষয়ে এখন পর্যন্ত নেপালের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

You must be Logged in to post comment.

গাংনীর ধানখোলায় বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শ্যামপুর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে মহিষাখেলা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন     |     মেহেরপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা     |     ঠাকুরগাঁওয়ে সরকারি আশ্রয়ণে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন পালন      |     হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের প্রত্যাশা দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পাবেন খন্দকার মশিউজ্জামান রোমেল     |     মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |