ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রতিনিধিদলের চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজে ৬ মাসব্যাপী প্রশিক্ষনপ্রাপ্ত বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে একটি প্রতিনিধিদল চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক স্থানগুলো পরির্দশন করেন। সোমবার দুপুরে প্রশিক্ষনের অংশ হিসেবে বাস্তব ও স্বচিত্র ধারণা প্রদানের লক্ষ্যে এনডিসি কোর্স এর এয়ার এ্যাডমিরাল মোঃ আনোয়ারুল ইসলাম হধঢ়, হফপ, ধভপি, ঢ়ংপ এর নেতৃত্বে মোট ২৩ জন বিভিন্ন দেশের অফিসার পরিদর্শনে আসেন। প্রতিনিধিদলটি প্রথমে ঐতিহাসিক সোনামসজিদ পরিদর্শন ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও ক্যাপ্টেন নাজমুল হক এর সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে প্রতিনিধিদলটি শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সোনামসজিদ এলাকা পরিদর্শন, তোহখানার হযরত শাহনেয়ামতুল্লাহ এর মাজার শরীফ পরিদর্শন, স্থলবন্দর পরিদর্শন ও সোনামসজিদ চেকপোস্ট পরিদর্শন করেন। প্রতিনিধিদলটি পানামা পোর্ট লিংক লিমিটেড এর সম্মেলন কক্ষে এলাকার সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। এছাড়া ৫৯ বিজিবি’র সোনামসজিদ বিওপি কর্তৃক গার্ড অফ অনার গ্রহণ, দুপুরে মধ্যাহ্নভোজে অংশ নেন দলটি। এনডিসি কোর্স এর এয়ার এ্যাডমিরাল মোঃ আনোয়ারুল ইসলাম হধঢ়, হফপ, ধভপি, ঢ়ংপ নেতৃত্বে আসা ২৩ জন অফিসারের মধ্যে ১ জন ওমানীয় কর্ণেল, ১ জন নাইজেরিয়ান কর্ণেল, ১ জন নেপালী কর্ণেল, নাইজেরিয়ার ১ জন গ্রুপ ক্যাপ্টেন ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল গাজী সাজ্জাদ, ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মোঃ রাশেদ আলী, রাজশাহী এমপি ইউনিটের নায়েব সুবেদার সাইদুর রহমানসহ ১০ জন সেনা সদস্য। শেষে বিকেল আনুমানিক সোয়া ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ এর সোনামসজিদ স্থলবন্দর এলাকা ত্যাগ করেন প্রতিনিধিদলটি।