পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আমদানীকারক বিহীন বিদেশী পণ্য ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রাখার দায়ে ২ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তার জরিমানা


পঞ্চগড় : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে আমদানীকারক বিহীন বিদেশী পণ্য রাখার দায়ে ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রাখার দায়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে বাজার তদারকি অভিযানের ধারাবাহিকতায় জেলার তেঁতুলিয়া উপজেলার কালান্দিগঞ্জ বাজার ও শালবাহান রোড় বাজারে আমদানীকারক বিহীন বিদেশী পণ্য রাখার দায়ে মেসার্স আজিজুল স্টোরকে ৪ হাজার টাকা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রাখার দায়ে বিসমিল্লাহ হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।