পঞ্চগড়ের বোদায় বঙ্গবন্ধুর জুলিও কুরি প্রাপ্তির ৫০ বছর উদযাপন


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উপলক্ষে পঞ্চগড়ের বোদায় চিত্রাংকন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার (২৮ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার বহিৃ শিখা আশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি । বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু,বেংহারী ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আলী সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।