পঞ্চগড়ে আমিন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ও ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন করলেন সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান


পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি কাজ করছে বেসরকারি উদ্যোক্তারা। এরই অংশ হিসেবে বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে আমিন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ও ফিজিওথেরাপি সেন্টার।
রবিবার (২ জুলাই) পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান আনুষ্ঠানিকভাবে এই সেন্টারের উদ্বোধন করেন।
শহরের জালাসীতে আমিন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ও ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পৌর মেয়র জাকিয়া খাতুন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, সেন্টারের পরিচালক আব্দুস সালাম, মতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মজাহারুল হক প্রধান বলেন, সরকার স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দোড়গোড়ায় পৌঁঁছে গেছে। শিগগিরই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ২৫০ শয্যার হাসপাতালে রুপান্তরিত হবে। সরকার স্বাস্থ্য সেবায় বেসরকারি খাতকেও উৎসাহিত করছে।
এই সেন্টারটিতে সব ধরণের আধুনিক নুযোগ সুবিধা সম্বলিত যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন বলে জানিয়েছেন সেন্টার কর্তৃপক্ষ।