পঞ্চগড়ে কৃতি ছাত্রীকে সংবর্ধনা


২০২২ সালের এস এস সি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত এবং বোর্ডের মেধা তালিকায় স্থান পাওয়া ২০০ জন ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। প্রথমে কৃতি ছাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় অতিথিরা। পরে তাদের উত্তরীয় পরিয়ে দিয়ে ক্রেস্ট প্রদান করা হয়।
এদিকে সংবর্ধিত হয়ে ছাত্রীরা উচ্ছসিত হয়েছেন সেই সাথে আয়োজক স্কুল কতৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি,পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম তার বক্তব্যে জানায় এই কৃতি শিক্ষার্থীরাই আগামি দিনের ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের দিকে বিশেষ নজর দিয়ে তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে আমাদের নির্দেশনা দিয়েছেন। তাছাড়া বর্তমানে নারীরা পুরুষদের থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে। পঞ্চগড়ের এই নারী কৃতি ছাত্রীরা আগামি দিনে দেশের কল্যানে এবং ভবিষতে একটি বড় শ্বপ্ন পুরনে তারা কাজ করবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।