পঞ্চগড়ে ক্রীড়া সংগঠনগুলোর মাঝে এককালীন আর্থিক অনুদান প্রদান


পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় জেলার ক্রীড়া সংগঠনগুলো আর্থিক সংকট, ক্রীড়া সরঞ্জামাদিসহ নানান সংকটে তাদের সেরাটা দিতে পারছেন না। ফলে এসব সংগঠনগুলো ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবলসহ বিভিন্ন খেলাধুলায় দক্ষ খেলোয়াড় তৈরি করতে পারছেন না। সংকট ও অভাবের মধ্যেও যে কয়েকটি সংগঠন জেলার ক্রীড়াঙ্গণে অগ্রণী ভ’মিকা পালন করছে তাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন পঞ্চগড় জেলা কল্যাণ সমিতি ই্উএসএ (ইনক)।
পঞ্চগড় জেলা কল্যাণ সমিতি ই্উএসএ’র (ইনক) উপদেষ্টা মেজর (অবঃ) এস এম কামরুল আহসান, সংগঠনের সভাপতি মো. দবিরুল ইসলাম, রেজাউল কবির লেলিন ও রাশেদ ইমরানের সার্বিক সহযোগিতায় জেলার ৬টি ত্রীড়া একাডেমীকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
পঞ্চগড় জেলা কল্যাণ সমিতি ই্উএসএ (ইনক) শুক্রবার (১১ আগস্ট) পঞ্চগড় ষ্টেডিয়াম সংলগ্ন মাঠে এসব সংগঠনের মাঝে এককালীন অনুদানের টাকা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। মাদক নয় খেলাধুলাই হোক জীবনের অঙ্গ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড় জেলা কল্যাণ সমিতি ই্উএসএ’র সাধারণ সম্পাদক রেজাবিন হায়াৎ রেজা ও আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার সিফাত চৌধুরী প্রতিটি ত্রীড়া একাডেমীকে নগদ ১০ হাজার টাকা ও একটি করে সনদপত্র বিতরণ করেন। এসময় পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, শিক্ষক রাজিউর রহমান রাজু, পঞ্চগড় ভলিবল একাডেমীর পরিচালক আফজাল হোসেন, বোদা উপজেলা ফুটবল একাডেমীর মোফাজ্জল হোসেন বিপুল, টুকু ফুটবল একাডেমীর পরিচালক টুকু রহমানসহ খেলোয়াড় ও ক্রীড়ামোদি লোকজন উপস্থিত ছিলেন।
অনুদান প্রাপ্ত ক্রীড়া সংগঠনগুলো হল- পঞ্চগড় ভলিবল একাডেমী, বোদা উপজেলা ফুটবল একাডেমী, পঞ্চগড় টুকু ফুটবল একাডেমী, তেঁতুলিয়া হ্যান্ডবল একাডেমী, আটোয়ারী মির্জাপুর স্পোটর্স ক্লাব ও দেবীগঞ্জ ক্রিকেট একাডেমী।
উল্লেখ্য, আমেরিকার ন্উিইয়র্কে বসবাসরত প্রবাসীদের এই সংগঠনটি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহযোগিতা, জটিল রোগীদের আর্থিক সহযোগিতা, করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে সহযোগিতা, অক্সিজেন সরবরাহ, নৌকাডুবিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা, ক্রীড়া সংগঠনগুলোর মাঝে আর্থিক অনুদানসহ জেলায় বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিচ্ছেন।