ঢাকা, রবিবার, ২৬শে মার্চ ২০২৩ ইং | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

পঞ্চগড় প্রতিনিধি: যথাযথ মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার (১৭ মার্চ) সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ চত্বরে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। এসময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট,পৌর মেয়র জাকিয়া খাতুন শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। পরে একে একে মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামীলীগের নেতা-কর্মী,সরকারী- বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে। শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়। পরে সার্কিট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

You must be Logged in to post comment.

মাদারীপুরে মুক্তিযোদ্ধাদের সম্মাননা     |     লালমনিরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালিত     |     সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     গাংনীতে বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     ফুলবাড়ীতে মাদকাসক্ত ছে‌লে‌কে ভ্রাম্যমান আদাল‌তে দি‌লেন মা     |     আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন     |     মহান স্বাধীনতা দিবসে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের সংবর্ধনা প্রদান     |     ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন     |     গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত     |     ঘাটাইলে স্বাধীনতা দিবস উদযাপিত     |