ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পঞ্চগড় প্রতিবেদক:পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে পঞ্চগড় পৌরসভার আয়োজনে পৌরসভা হলরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।
পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তোয়বুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শেখ মিলন সহ পৌরসভার কাউন্সিলর গণ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মী সহ বিভিন্ন স্তরের মানুষজন অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা, ১৫ আগস্টকে স্মরণ করে বঙ্গবন্ধুর জীবনী ও রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেন। একই সাথে শহীদদের আত্মার শান্তির জন্য মাগফিরাত কামনা করে বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও তা দ্রুত কার্যকরের দাবী জানান।
পরে জাতির পিতা ও তাঁর পরিবারের নিহতদের স্মরণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |