পঞ্চগড়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল


পঞ্চগড় প্রতিবেদক:পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে পঞ্চগড় পৌরসভার আয়োজনে পৌরসভা হলরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।
পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তোয়বুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শেখ মিলন সহ পৌরসভার কাউন্সিলর গণ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মী সহ বিভিন্ন স্তরের মানুষজন অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা, ১৫ আগস্টকে স্মরণ করে বঙ্গবন্ধুর জীবনী ও রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেন। একই সাথে শহীদদের আত্মার শান্তির জন্য মাগফিরাত কামনা করে বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও তা দ্রুত কার্যকরের দাবী জানান।
পরে জাতির পিতা ও তাঁর পরিবারের নিহতদের স্মরণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।