পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রের কার্র্যক্রম শুরু হচ্ছে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী কার্যত্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন


পঞ্চগড় প্রতিনিধি:আগামী শনিবার (২ সেপ্টেম্বর) পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রের কার্র্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী প্রধান অতিথি হিসেবে এই কার্যত্রমের উদ্বোধন করবেন। দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ চা বোর্ড ও জেলা প্রশাসন যৌথভাবে বুধবার (৩০ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করে।
সভায় বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে সভায় চা বোর্ডের যুগ্ম সচিব নূরুল্লাহ নূরী, জেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল হান্নান শেখ, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল যুবায়েদ হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আমিরুল হক খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সম্পাদক জামিল চৌধুরী, বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা মো. আমির হোসেনসহ চা চাষী, বাগান মালিক, কারখানা মালিক, নিলাম কেন্দ্রর ক্রেতা এবং নিলাম ডাকে স্থানীয় অংশগ্রহনকারী, ব্রোকার হাউসের কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।
বক্তারা নিলাম কেন্দ্রের বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। বর্তমানে পঞ্চগড় জেলা দেশের চা উৎপাদনে দ্বিতীয়। পঞ্চগড়ে নিলাম কেন্দ্র হলে উত্তরাঞ্চলের চা চাষীসহ সংশ্লিষ্ট সকলেই উপকৃত হবে বলে আশা করছেন সংশ্লিস্টরা ।
সভায় প্রধান অতিথি চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনালের আশরাফুল ইসলাম উৎপাদিত চায়ের মান বাড়ানোর পাশাপাশি চোরাই পথে চা পাতা বিক্রি বন্ধে মোবাইল কোর্টসহ সরকারের বিভিন্ন দপ্তরকে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন। আগামী ২ সেপ্টেম্বর দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র পঞ্চগড়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী এ নিলাম কেন্দ্রের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় পঞ্চগড়ে চা চাষ শুরু হয়। যা পরে উত্তরাঞ্চলের আরো কয়েকটি জেলায় চা চাষ সম্প্রসারিত হয়েছে। উৎপাদনের দিক দিয়ে দেশের দ্বিতীয় চা অঞ্চল পঞ্চগড়। গত বছর জেলায় এক কোটি ৭৭ লাখ ৭৯ হাজার কেজি চা উৎপন্ন হয়েছে। যার বাজার মূল্য ২৬০ কোটি টাকা। দেশে মোট উৎপাদিত চায়ের ১৯ শতাংশ চা পঞ্চগড়ে উৎপাদিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটিকে বর্ণিল ও বর্ণাঢ্য করার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনলাইনে নিলাম পরিচালনা করা হবে। এজন্য ব্রোকার ও ওয়্যার হাউজ নির্মাণ করা হয়েছে।
সভার সভাপতি জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম পঞ্চগড় জেলায় চা চাষের পথিকৃৎ জেমকন গ্রুপের চেয়ারম্যান মরহুম কাজী শাহেদ আহমেদ ও চা আবাদে অবদানের স্বীকৃতি হিসেবে গণমাধ্যমকর্মীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা মো. আমির হোসেন জানান, পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রের কার্র্যক্রম উদ্বোধনের সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ চা বোর্ড ৫টি ব্রোকার হাউজ ও ২টি ওয়্যারহাউজকে লাইসেন্স প্রদান করা হয়েছে। ণলাইন অকশন সিস্টেম ডেভেলপ করা হয়েছে। বাংলাদেশ চা বোর্ড, জেলা প্রশাসন ও স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অনলাইনে এই নিলাম মার্কেটের জন্য একাধিক প্রশিক্ষণ ও মতবিনিময় সভার আয়োজন করেছে।