ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ধর্মীয় অনুভুতিতে আঘাত, শিক্ষিকাকে অবরুদ্ধ প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধিঃ-ধর্মীয় অনুভুতিতে আঘাত করায় যশেদা রানীনামের এক সহকারী শিক্ষিকার বিচার চেয়ে দিন ভর আন্দোলন করে শিক্ষার্থীর অভিভাবকরা। ঘটনাটি জেলার বোদা উপজেলার ১নং ঝলইশালশিড়ি ইউনিয়নের চৌরঙ্গী হাটদ্বিমূথী উচ্চ বিদ্যালয়ে। সেখানেই চাকুরী করেন সহকারী শিক্ষিকা হিসেবে।
অভিভাবকরা জানান,বেশ কিছু দিন ধরে ঐ শিক্ষিকা ক্লাস নেয়ার সময় সুসলমান ধর্ম,কুরআন শরীফ ও নবীকে নিয়ে অশ্লালিন কথা বলে আসছে। প্রথমে শিক্ষার্থীরা অভিভাবকদের এ কথা গোপন রাখেন। কিন্তু দিন দিন ক্লাসে গিয়ে হিজার পড়া,মুখেমাস্ক পরিধাননা করা,কুরআন শরীফে ৫০ শতাংশভুল থাকা এবং নবীজিকে নিয়ে কুউক্তি করেন। কথাগুলো প্রত্যেক শিক্ষার্থীদের অভিভাবকরা হাটবাজারে আলোচনা করলে লোকমূখে সকল মুসলমানদের কানে চলে যায়। সোমবার সকালে অভিভাবক ও মুসলিম সমাজ ধর্মীয় ও নবীজিকে নিয়ে কথা বলার অপরাধে অবরুদ্ধ করেন স্কুল। পরে অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক পুলিশ ও উপজেলা প্রসানকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দুইপ্লাটুন পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরজমিনেগিয়ে বিস্তারিত শুনেন। এসময় উত্তে জিতজনতার রোষানল থেকে বাচাঁতে কৌশনে সেখান থেকে সড়িয়ে আনা হয়।
শিক্ষার্থীরা জানান, প্রায় সময়ম্যাডাম আমাদের ধর্ম,নবীজি ও কুরআন নিয়ে কটাক্ষ করেন। বারবার প্রতিবাদ করলেও তিনি তাঁর যায় গাবাকথাবলা ছাড়তে পারেননি।
স্থানীয় রাজানান, আমরা এমন কাজের জন্যধিক্কার জানানই। সে একজনহিন্দু হয়ে ইসলাম ধর্ম ও নবীকে অপমানকিকরে করেন। আমরা ঐশিক্ষিকার দৃষ্টান্তমূলক শাস্থি স্কুল হতে অপসারণচাই। অন্যথায় এই বিদ্যালয়ে কোন সন্তান পাঠানো হবেনা।তবে বিক্ষুদ্ধ জনতারা বলেন, তিনি স্কুল আসলে বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে।
বিদ্যালয়ে প্রধান শিক্ষক দ্বীন বন্ধু দেব নার্থ জানান,সে ক্লাসে ইসলাম ধর্মকে আঘাত করে আঘাত করে বিভিন্ন ধরণের কথা বলে আসছিলেন। সে কারণে আজকে অভিভাবকরা সকাল হতে স্কুলে এসে বিক্ষোভ করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও ইউএনওকে খবর দেই।
অভিযুক্ত যশেদারানী,গনমাধ্যমকর্মীদের কাছে কোন প্রশ্নের উত্তর দেয়নি।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজয় কুমার রায় জানান,খবর পেয়ে আমরা সেখানে যাই। অবস্থা সামাল দিয়ে সেখান হতে অভিযুক্ত শিক্ষিকাকে উদ্ধার করে তাঁর বাসায় পৌছায় দেওয়া হয়। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা বহিৃ শিখা আশা জানান,খবর পেয়ে এখানে আসি। তবে বিষয়টিতদন্তকরেসত্যতাপাওয়া গেলেপ্রয়োজনীয়ব্যবস্থা গ্রহনকরাহবে। মৌখিকঅভিযোগের প্রেক্ষিতে আজ তাঁকে বাসায় পাঠানো হলো। লিখিত অভিযোগ করতে বলা হয়েছে স্থানীয়দের।

You must be Logged in to post comment.

রুহিয়ায়  ইয়াবা সহ গ্ৰেফতার ১     |     মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |     ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।     |     পাঁচ বছরে রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৪ গুন     |     মেহেরপুরের রাজনগরে বিদ্যুৎস্পৃষ্টে বৈদ্যুতিক মিস্ত্রী নিহত     |