পঞ্চগড়ে পিটিআই শিক্ষকদের ১৪ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ


পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১৪ দিন ব্যাপী আইসিটি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা বুধবার বিকেলে শেষ হয়েছে। পঞ্চগড় প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিটিআই) এর কম্পিউটার রুমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে গত ২৫ এপ্রিল শুরু হয়ে ১০ মে পর্যন্ত ১৪ দিন ব্যাপী চলে এ প্রশিক্ষণ কর্মশালা।
প্রশিক্ষণের প্রধান পৃষ্ঠপোযক হিসাবে ছিলেন পঞ্চগড় পিটিআই এর সুযোগ্য ও স্বনামধন্য সুপারিনটেনডেন্ট যুথিকা রানী দাস। প্রশিক্ষক হিসাবে ছিলেন দক্ষ ইন্সট্রাকটর সুব্রত রায়।
প্রশিক্ষণার্থীদের মধ্যে ছিলেন বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মাহবুব হাসান রাজু, সদর উপজেলার আহ্বায়ক মো কেয়ামত আলী, মো আহসানুল কবির সজিব, মো আকবর আলী, সফিকুল ইসলাম, শারমিন আক্তার, মো: শাহীনুর আলম, মো: রেজাউল করিম, মো:আব্দুল আজিজ, মো: নাজির হোসেন, সুপর্না রানী সহ আরও অনেকে।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন প্রশিক্ষণের প্রধান পৃষ্ঠপোযক হিসাবে ছিলেন পঞ্চগড় পিটিআই এর সুযোগ্য ও স্বনামধন্য সুপারিনটেনডেন্ট যুথিকা রানী দাস।