পঞ্চগড়ে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার অনুর্ধ্ব-১৬’ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১৮ উদ্বোধন করা হয়েছে।


আজকের রিপোর্ট ডেক্সঃ শনিবার সকাল সাড়ে দশটায় পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খেলার উদ্বোধনী ঘোষণা করেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত ও পৌর মেয়র মোঃ তৌহিদুল ইসলাম।জেলা প্রশাসক মোঃ জহিরুল ইসলাম স্কুল কলেজের শিক্ষার্থীদের শিক্ষার মান, শারীরিক ও মানসিক বৃদ্ধি স্বাভাবিক রাখতে সারা বছর খেলাধুলার পরিবেশ সৃষ্টির ব্যাপারে জেলা ক্রীড়া সংস্থার প্রতি গুরুত্বারোপ করেন।প্রাইম ব্যাংক ইয়াং টাইগার অনুর্ধ্ব–১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় ২০১৮ ইং পঞ্চগড়ের মোট ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।