পঞ্চগড়ে ফ্যাক্ট চেকিং বিষয়ে অভিজ্ঞতা বিনিময় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ে ফ্যাক্ট চেকিং বিষয়ে অভিজ্ঞতা বিনিময় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) পঞ্চগড় চেম্বার ভবনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল হান্নান শেখ আনুষ্ঠানিকভাবে এই কর্মশালার উদ্বোধন করেন।
অ্যাডভান্সিং লোকাল ইলেক্টোরাল রিপোর্টিং (অ্যালার্ট) ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ইউরোপিয়ান ইউনিয়ন ও ইন্টারনিউজের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডি বাংলাদেশ ফ্যাক্ট চেকিং বিষয়ক এ অভিজ্ঞতা বিনিময় কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় বাংলাদেশ বেতার ও দেশরুপান্তরের শহীদুল ইসলাম শহীদ, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও সমকালের সফিকুল আলম, নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের সরকার হায়দার, দৈনিক করতোয়া ও আজকালের খবরের সামসউদ্দিন চৌধুরী কালাম, প্রথমআলোর রাজিউর রহমান রাজু, কালেরকন্ঠ ও এখন টিভি’র মো. লুৎফর রহমান, সময় টিভি’র সোহাগ হায়দার, আরটিভি ও বণিকবার্তার হারুন অর রশিদ, দীপ্ত টিভি ও ভোরেরদর্পণের গোফরান বিপ্লব, ডিবিসি ও প্রতিনিদিনের বাংলাদেশের আবু সালেহ মো. রায়হান, ভোরের কাগজের এ রায়হান চৌধুরী রকি, রাইজিং বিডির আবু নাঈম ও দৈনিক ভোরের আকাশের ননুর হাসান অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় ফ্যাক্ট চেকিং কি, ফ্যাক্ট চেকিং কেন প্রয়োজন, কিভাবে ফ্যাক্ট চেকিং করতে হয়, ছবি, ভিডিও, তথ্য যাচাই প্রক্রিয়া, ভুল তথ্য, মিথ্যা তথ্য, গুজব, কোন সংবাদের ক্ষেত্রে ফ্যাক্ট চেক করতে হবে এবং যাচাই করার রিপোর্ট কিভাবে উপস্থাপন করতে হবে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া ভুয়া তথ্য, ভিডিও যাচাই-বাছাই, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের সঠিকতা যাচাইয়ের বিভিন্ন প্রক্রিয়া নিয়ে ধারনা দেয়া হয়।
প্রশিক্ষণ কর্মশালার সেশন পরিচালনা করেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের নিয়ে গঠন করা হয় ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক