পঞ্চগড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভজনপুর ডিগ্রী কলেজ চ্যাম্পিয়ান


পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জুন) বিকেলে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনূষ্ঠিত হয়। খেলায় ভজনপুর ডিগ্রী কলেজ ট্রাইবেকারে ৪- ২ গোলে বোদা পাথরাজ ডিগ্রী কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে প্রাইজ মানি ও ট্রফি তুলেদেন, পঞ্চগড় জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা। এসময় স্থানীয় সরকারের উপ-পরিচালক আজাদ জাহান, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নারায়ন চন্দ্র ও জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার। খেলায় ৮ টি দল অংশ গ্রহণ করে।