পঞ্চগড়ে বিএনপির পদযাত্রা


পঞ্চগড় প্রতিনিধি:বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তাঁর উন্নত চিকিৎসার দাবী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের পুনঃ প্রতিষ্ঠার দাবীতে পঞ্চগড়ে বিএনপির এই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে দলীয কার্যালয় থেকে পদযাত্রা বের হয়ে শহরের ব্যারিস্টার বাজারে গিয়ে শেষ হয়। এতে জেলার ৫ উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় কয়েক হাজার নেতা কর্মী অংশ নেন।
এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে শহরের মসজিদ পাড়া এলাকার সোনালী ব্যাংকের সামনে এসে জড়ো হতে থাকে। পরে সেখানে একটি সংক্ষিপ্ত পদসভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে পথসভায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় বিএনপি নেতা মো. তৌহিদুল ইসলাম, মির্জা নাজমুল ইসলাম কাজল, আদম সুফি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য রীনা পারভিন, আনোয়ার হোসেন, রুবেল পাটোয়ারীসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, এ লড়াই বাঁচা মরার লড়াই। রাতের আধারের সরকার আরেকটি কুখ্যাত ভোট করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা যদি আবার অবৈধভাবে ক্ষমতায় যায় তাহলে দেশ হয়ে যাবে উত্তর কোরিয়ার মতো। সরকার আপোষহীন নেত্রী খালেদা জিয়ার চিকিৎসা করতে দিচ্ছে না। মহান নেতা তারেক জিয়া মায়ের সাথে দেখা করতে পারছে না। তাই রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে বিএনপির নেতা কর্মীরা পথে নেমেছে। এই নির্মম অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা কেউ ঘরে ফিরবো না।