ঢাকা, শুক্রবার, ৯ই জুন ২০২৩ ইং | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বিশেষ চাহিদা সম্পন্নদের (প্রতিবন্ধীদের) মাঝে হুইল চেয়ার বিতরণ

পঞ্চগড় :পঞ্চগড়ে বিশেষ চাহিদা সম্পন্নদের (শারিরীক প্রতিবন্ধীদের) মাঝে ৫৫টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে মকবুলার রহমান সরকারী কলেজ মাঠে একটি বেসরকারী ইলেকট্রনিক্স (এলজি)  কোম্পানীর বাংলাদেশ ব্রাঞ্চের সহযোগিতায় ও সেচ্ছাসেবী সংগঠন “CREATING SMILE আমরাই করবো জয়” সংগঠনের আয়োজনে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মকবুলার রহমান সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো দেলওয়ার হোসেন প্রধানের সভাপতিত্বে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একটি ইলেকট্রনিক্স কোম্পানীর (এলজি)  বাংলাদেশ ব্রাঞ্চের হেড অফ কর্পোরেট ব্র্যান্ডিং  মাহমুদুল হাসান।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দেবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, একটি ইলেকট্রনিক্স কোম্পানীর (এলজি)  অ্যাম্বাসেডর চ্যালেঞ্ জ ২০২৩ অ্যাম্বাসেডর আব্দুল্লাহ রনি, “CREATING SMILE আমরাই করবো জয়” সংগঠনের সভাপতি বাবলুর রশিদ বাবলু, রোভার স্কাউটস পঞ্চগড় জেলার সিনিয়র রোভারমেট প্রতিনিধি সোলাইমান আলী প্রমুখ।

পরে অনুষ্ঠানের অতিথিবৃন্দ কয়েকজন সেচ্ছাসেবী সংগঠকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এছাড়া আয়োজকের পক্ষ থেকেও অতিথিদের সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।

পরে অতিথিরা বিশেষ চাহিদা সম্পন্নদের (শারিরীক প্রতিবন্ধীদের) মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

You must be Logged in to post comment.

মেহেরপুরে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু     |     মেহেরপুরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং : বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল     |     ভোলায় জেলা পুলিশ ও কোস্টগার্ডের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।     |     লালমনিরহাট পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভা     |     মাদারীপুরে আগুনে পুড়েছে ৫ দোকান     |     টাঙ্গাইলে বিদ্যুৎ লাইনের খুঁটি স্থাপনে আইনজীবীর বাঁধা, ইউএনওর বরাবরে এলাকাবাসীর অভিযোগ     |     অসম্পূর্ণ তথ্য দিয়ে পরিবেশিত সংবাদ মানুষকে বিভ্রান্ত করে ………. সাতক্ষীরায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিজামুল হক নাসিম     |     পার্বতীপুরে বর্জ্রপাতে দুই জনের মৃত্যু     |     চিলাহাটিতে বৃষ্টির জন্য ইস্তিকার নামাজ ও বিশেষ  দোয়া।      |     টাঙ্গাইলে জেনারেটর চালিয়ে পরীক্ষা দিল শিক্ষার্থীরা     |