ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে মাদরাসা শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় জেলার বোদা পৌরসভার সাতখামার আল জামিয়াতুল আশরাফিয়া মহিউস সুন্নাহ হাফেজিয়া মাদরাসা মুহতামিম আল আমিনকে (২৯) গ্রেফতার করেছে আটোয়ারী থানা পুলিশ। ওই মাদরাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে সোমবার (০৭ আগষ্ট) রাতে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৮ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তার বাড়ি দিনাজপুর জেলার খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নে।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা জানান, গত বুধবার (২ আগষ্ট) দুপুরে মাদরাসার মুহতামিম আল আমিন ওই মাদরাসা ছাত্রকে তার কক্ষে ডেকে এনে বলাৎকার করেন। গত সোমবার (৭ আগষ্ট) ওই ছাত্র মাদরাসা থেকে পালিয়ে বাসায় যায়। বাসায় গিয়ে বলাৎকারের বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে সোমবার সন্ধ্যায় বোদা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফুর রহমানের বাসায় মাদরাসা শিক্ষক আলআমিনকে ডেকে নেয়া হলে তিনি বলাৎকারের বিষয়টি স্বীকার করেন। পরে ওই মাদরাসা শিক্ষককে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। এ ঘটনায় ছাত্রের বাবা বাদী হয়ে মুহতামিমের বিরুদ্ধে আটোয়ারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ও বোদা পৌরসভার কাউন্সিলর আরিফুর রহমান আরিফ বলাৎকারের অভিযোগে ওই মাদরাসার মুহতামিমকে গ্রেফতার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |