ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে প্রায় ১৫ কোটি টাকার ১৯টি বারসহ যুবক আটক

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে ১৯টি স্বর্ণের বারসহ জুয়েল (৩২) নামে এক যুবককে আটক করেছে নীলফামারি ৫৬ বিজিবি সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের সীমান্ত এলাকায় ঘাগড়া বিওপির টহল দল স্বর্ণের বার সহ তাকে আটক করে। আটকের পর দুপুরে তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জানা যায়, আটক জুয়েল একই ইউনিয়নের মাধুপাড়া গ্রামের আফসার আলীর ছেলে। তার বিরুদ্ধে চোরাচালান আইনে মামলার প্রস্তুতি চলছে। নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল আসাদুজ্জামান হাকিম এক প্রেস বিজ্ঞোপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞোপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘাগড়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার শ্রী ননী গোপাল পালের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৭৫৫/৪-এস থেকে ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে প্রধানপাড়া স্থানে অভিযান পরিচালনা করে। এসময় অভিযানে জুয়েলকে ১৯টি স্বর্ণের বারসহ ভারতে পাচারকালীসময় আটক করা হয়। এসময় স্বর্ণের পাশাপাশি ১টি মোটর সাইকেল, ১টি মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ ২৪ হাজার ৬৯০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণসহ মালামালের সিজার মূল্য প্রায় ১৫ কোটি ১২ লক্ষ ৬১ হাজার ৯৫৮ টাকা। জানা গেছে, স্বর্ণগুলোর ওজন ১৯ দশমিক ৩০৩ কেজি।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |