ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ১৫ আগস্টে শহিদ কর্ণেল  জামিল উদ্দিন বীর- উত্তমকে স্মরণ

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ এর উদ্যোগে ১৫ আগস্টে শহীদ শহীদ কর্ণেল  জামিল উদ্দিন বীর- উত্তম স্মরণে নানা কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল রক্তদান, বৃক্ষরোপন, শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে রচনা, কুইজ ও আবৃত্তি প্রতিযোগিতা এবং আলোচনা সভা উল্লেখযোগ্য।
পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তা এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 তার উদ্যোগে ১৫ আগস্টের সকল শহিদদের মাসব্যাপী একেক দিন একেকজন শহিদকে স্মরণ করবার কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়।
 ১৫ আগস্ট স্মরণে আলোচনা সভায় আটোয়ারী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইমদাদুল হক, মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদ সদস্য ইয়াকুব আলী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ্ ফজলে নুর প্রধান, উপাধক্ষ্য ফজলে রাব্বি সুজা, প্রভাষক মানিক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
নাঈমুজ্জামান মুক্তা বলেন-“১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা যখন বঙ্গবন্ধু’র বাসভবন ধানমন্ডির ৩২ নম্বরে আক্রমণ করে তখন বঙ্গবন্ধুর সামরিক সচিব কর্ণেল জামিল উদ্দিন বঙ্গবন্ধুকে রক্ষা করতে ছুটে গিয়েছিলেন। ঘাতকদের বুলেটে এই বীর শহিদ হন। আমরা তাই কর্ণেল জামিল (যাঁকে বাংলাদেশ সেনাবাহিনী পরবর্তী ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যা দেন) কে স্মরণ করে রক্তদান কর্মসূচি করছি। এছাড়াও ১৫ আগস্ট সকল শহিদদের স্মরণে কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন এবং শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে রচনা, কুইজ ও আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করেছি যাতে নুতন প্রজন্ম ইতিহাসের সত্য জানতে পারে।

You must be Logged in to post comment.

বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |