পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি কে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা পদক কমিটির সভাপতি পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল হক ও কমিটির সদস্য সচিব জেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মন্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা যায়, প্রতি বছর উপজেলা ও জেলা পর্যায় থেকে শুরু জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা কার্যক্রমে সৃষ্টিশীল কার্যক্রম পরিচালনা, উদ্ভাবন ও বিশেষ দক্ষতা প্রদর্শনের জন্য শিক্ষা পদক প্রদান করা হয়। চলতি বছর পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ কমিটি জেলা পর্যায়ে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবিকে জেলায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ঘোষণা করা হয়। ফারুক আলম টবি বোদা উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই উপজেলার শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ সহ শিক্ষার্থীদের বাইসাইকেল, প্রতিবন্ধী শিক্ষার্থীদের হুইল চেয়ার, শিক্ষার্থীদের খেলাধূলা নিশ্চিত করার জন্য ফুটবল, ভলিবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করে আসছেন। বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি বলেন, আমি একজন শিক্ষক থেকেই চেয়ারম্যান হয়েছি। শিক্ষার জন্য আমি সবসময় ভালো কিছু করার চেষ্টা করি। ভালো কাজের স্বীকৃতি পাওয়ার অত্যন্ত আনন্দের বিষয়। আমরা সকলেই নিজ দায়িত্ব সততা ও আন্তরিকতার সাথে পালন করলে ও দেশের সম্পদ সঠিকভাবে ব্যবহার করলে আমাদের দেশটা আরো সমৃদ্ধিশালী হবে। আমি সব সময় ভালো কিছু করার চেষ্টা করি।