পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক নির্বাচিত হয়েছেন বোদা উপজেলার বড়ুয়াপাড়া (নতুনহাট) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শতভাগ ভর্তি ও উপস্থিতি নিশ্চিতকরণ এবং লেখাপড়ার মানোন্নয়নের জন্য তিনি জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হন। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক জহুরুল হক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম স্বাক্ষরিত তালিকায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়। আনিসুর রহমান বড়ুয়াপাড়া নতুনহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ের পড়ালেখার মান উন্নয়নে ব্যাপক কর্মদক্ষতার পরিচয় দেন। আনিছুর রহমান ২০১০ সালে প্রধান শিক্ষক পদে যোগদান করেন। বর্তমানে তিনি বড়ূয়াপাড়া (নতুনহাট) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।