ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড় পবিত্র কোরআন শরীফ অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অপরাধে মামলা, গ্রেপ্তার ১

পঞ্চগড় প্রতিবেদক:পঞ্চগড়ের সদর উপজেলায় পবিত্র কোরআন শরীফ অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে আনন্দ চন্দ্র রায় (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার মাগুড়া ইউনিয়নের মালাদাম বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঙ্গলগাঁও এলাকার বাসিন্দা রাজেদুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার আনন্দকে প্রধান আসামী করে দুইজনের নামে রবিবার রাত সাড়ে ১২টায় পবিত্র কোরআন শরীফ অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে একটি মামলাটি দায়ের করেন। সোমবার বিকেলে তাকে বিচারক অলরাম কার্জীর আদালতের তোলা হয়। পরে মামলা শুনানী  শেষে বিচারক সন্ধ্যায় তাকে জেলহাজতে প্রেরণ করেন।

গ্রেপ্তার আনন্দ চন্দ্র রায়ের বাড়ি সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের কালেশ্বর গোয়ালপাড়া এলাকার দেবারু বর্মনের ছেলে। তিনি মাগুড়া ইউনিয়নের মালাদাম বাজারে কম্পিউটারের মাধ্যেমে মোবাইলে (মেমোরি কার্ডে) গান, সিনেমা আপলোডের দোকান চালাতো।

মামলার অপর আসামী উপজেলার ধাক্কামারা ইউনিয়নের নলেহাপাড়া এলাকার বৈশাখু চন্দ্র রায়ের ছেলে সুরেশ চন্দ্র রায় (৩০)।

মামলার এজহার সূত্রে জানা যায়, সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের মালাদাম বাজারে গত ৬ মাস আগে মামলার দ্বিতীয় আসামী সুরেশ চন্দ্র রায়ের কাছ থেকে একটি দোকান ভাড়া নেন আনন্দ। পরে ওই দোকানে তিনি কম্পিউটারের মাধ্যেমে মোবাইলে (মেমোরি কার্ডে) গান, সিনেমা আপলোড করে আসছিলেন। গত ১৫ দিন আগে আনন্দ ও সুরেশ পবিত্র কোরআন শরীফ অবমাননা ও বিনষ্ট করার উদ্যেশে ওই দোকানের আড়ার উপরে একটি কাঠের সেলে নিয়ে রাখেন। পরে রবিবার বিকেলে মালাদাম বাজারে অবস্থান করা মানুষের মাঝে বিষয়টি জানাজানি হলে আনন্দের কাছে ঘটনা জানতে চান সবাই। পরে এনিয়ে আনন্দ কোন উত্তর না দিয়ে বলেন, তোমাদের ধর্মের কোরআন রেখেছি তো কি হয়েছে। সেই সাথে অকথ্য ও অশ্লীল ভাষায় সকলকে গালিগালাজ করেন। পরে স্থানীয়রা মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় ও ধাক্কামারা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলালকে মুঠোফোনে বিষয়টি জানান। মুর্হুূতেই বিষয়টি চারিদিকে ছড়িয়ে পড়লে হাজারো ধর্মপ্রাণ মুসলমান বাজারে ভীড় করেন। পরে সদর থানায় খবর দেয়া হলে পুলিশ আনন্দকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এদিকে ঘটনার পর থেকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মালাদাম বাজারে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বলেন, আমরা খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে ছুটে যাই। পরে অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় রাজিদুল ইসলাম নামে স্থানীয় একজন বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেন। তবে যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |