ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ের চারটি সীমান্তে দুই বাংলার বাংলাভাষীদের মিলন মেলা

আব্দুর রহিম,পঞ্চগড় প্রতিনিধি ঃ- বাংলা নববর্ষ উপলক্ষ্যে রোববার (বাংলা বছরের দ্বিতীয়দিন) সীমান্তে বাংলাদেশ ও ভারতের বাংলাভাষীদের ব্যতিক্রমী এক মিলন মেলার আয়োজন করা হয়েছে। বিজিবি ও বিএসএফের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৭৪৪ সহ ৪টি সীমান্ত এলাকায় এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। তেতুলিয়া উপজেলার ভুতিপুকুর, মাগুরমারি, শুকানি ও সদর উপজেলার অমরখানা সীমান্ত জুড়ে নানা বয়সের মানুষের ঢল নামে।
১৯৪৭ সালে দেশভাগের পর পরই আত্মীয়তার বন্ধন ছিন্ন হয় পাশাপাশি দুটি দেশ বাংলাদেশ ও ভারতের অনেক মানুষের। ভৌগলিক সীমারেখা অতিক্রম করতে পাসপোর্ট ও ভিসার অভাবে যারা যাতায়াত করতে পারেনা তাদের লক্ষ্য থাকে বাংলা নববর্ষ উপলক্ষ্যে তারকাটার বেড়ার এপার-ওপার দেখার সুযোগকে ঘিরে। প্রতিবছর নববর্ষের দ্বিতীয়দিন বিভিন্ন সীমান্তে সেই মানুষদের দেখা সাক্ষাতের সুযোগ হয়। কাঁটাতারের এপাশ-ওপাশ থেকে মত বিনিময় করেন স্বজনরা। অনেকেই তারকাটার বেড়ার উপর দিয়ে বিভিন্ন উপহার সামগ্রী পাঠান আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে।
নববর্ষের দ্বিতীয়দিন সকাল থেকে উভয় দেশের বাংলাভাষী বিভিন্ন বয়সী মানুষের ঢল নামে । সীমান্তের ৭৪৪ পিলার এলাকা জুড়ে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে অসংখ্য মানুষের উপচেপড়া ঢল নামে। বিজিবি ও বিএসএফের সৌজন্যতায় ও কঠোর নিরাপত্তায় উভয় দেশের স্বজনরা দীর্ঘদিন পর নিকটাত্মীয়দের কাছ থেকে দেখার সুযোগ পেয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়ে। আনন্দের মাঝে অশ্রুতে ভরে যায় অনেকের নয়ন। পরস্পর পরস্পরের জন্য উপহার সামগ্রী কাটাতারের উপর দিয়ে বিনিময় করেন। প্রায় লক্ষাধিক মানুষের সমাগমে সেখানে অন্য রকম এক পরিবেশ তৈরি হয়। প্রায় পাঁচঘন্টা স্থায়ী এ মিলন মেলায় আনন্দ মুখর পরিবেশে হওয়ায় উভয় পাশের বাংলাভাষীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানায়। এদিকে সীমান্ত এলাকা ঘুরে দেখেন পঞ্চগড় ১৮ বর্ডার গার্ড বিজিবির অধিনায়ক ও নীলফামারী ৫৬ বর্ডার গার্ড বিজিবির অধিনায়ক।
নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর ও ঢাকা থেকে আসা দর্শনার্থীরা জানান, র্দীঘদিন পর স্বজনদের কাছে দেখতে পাবার সুযোগই সবচেয়ে আনন্দের বিষয়।
সদর উপজেলার রমজানপাড়ার শর্মিলা ঠাকুর, অমরখানা এলাকার প্রিন্স ,দেবীগঞ্জ উপজেলার জতিস চন্দ্র জানান, প্রতিবছর সীমান্তে এধরনের দু‘দেশর মানুষের মিলন মেলা শুরু করায় সরকারকে ধন্যবাদ জানান।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আল-হাকিম মোহাম্মদ নওশাদ জানান, প্রতিবছরের ন্যায় এবারও উভয় দেশের বর্ডার গার্ডদের সৌজন্যে বাংলাদেশ ও ভারতের বাংলাভাষীদের দেখা সাক্ষাত করার এমন সুযোগ করে দেয়া হয়েছে। সীমান্তে অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে।
এদিকে অমরখানা সীমান্তের নাওঘাটায় সীমান্তহাট স্থাপনের দাবীতে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। রোববার সকালে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের অমরখানা এলাকায় অমরখানা ইউনিয়ন পরিষদ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। ঘন্টাব্যাপী মানববন্ধনে স্বতঃষ্ফুর্তভাবে এলাবাসীসহ মিলন মেলায় আসা লোকজন অংশ নেয়। এসময় অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরুসহ স্থানীয়রা বক্তব্য রাখেন। বক্তারা অমরখানা সীমান্তের ঐতিহ্যবাহী নাওঘাটায় সীমান্তহাট স্থাপনের জন্য সরকারের নিকট জোর দাবী জানান।

 

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |