পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ডে অর্থ আদায়ের জন্য সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


আবু তাহের আনসারী পঞ্চগড় প্রতিনিধি ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ডে অর্থ আদায়ের জন্য সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
গতকাল বুধবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী,মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া,ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আলী আসগড়, শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায় ও অনসার ও ভিডিপি কর্মকর্তা রুকিয়া বেগম প্রমূখ।
ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচক হিসাবে কুরআন ও হাদিসের আলোকে যাকাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন পঞ্চগড় নুরূন আলা নূর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল হান্নান। এছাড়াও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে বিষদ আলোচনা করেন তিনি। ইফতার মাহফিলে প্রায় শতাধিক যাকাত দাতাগন অংশ গ্রহন করেন।
আলোচনা শেষে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক হাফেজ মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করে ইফতারে অংশ গ্রহন করেন।