পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একজন ভুয়া পুলিশ আটক


পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশ পরিচয় দিয়ে তল্লাসীর প্রস্তুতিকালে একজন ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে তেঁতুলিয়া থানা পুলিশ।
পুলিশ পরিচয় দেওয়া ওই ব্যক্তির নাম লালচান (৩২) । সে জেলার দেবীগঞ্জ উজেলার সোনাপোতা নতুনবন্দর সরকারপাড়া গ্রামের ওমর আলী কান্ত মিয়ার পুত্র। এ সময় তার সঙ্গীয় দুইজন দৌড়িয়ে পালিয়ে যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার তিরনইহান ইউনিয়নের হাকিমপুর গ্রামের শহিদুল ইসলামের বাড়ীর সামনে পুলিশ পরিচয়ে তল্লাসীর প্রস্তুতি শুরু করে। এসময় স্থানীয় লোকজনের তোদের দেখে পুলিশ নয় বলে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং তেঁতুলিয়া থানায় খবর দেয়।
তেঁতুলিয়া থানার এসআই মাহফুজ আলম, ফরিদুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুয়া পুলিশ লালচান কে আটক করে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইন্চার্জ আবু সাঈদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে ভুয়া পুলিশ সেজে তল্লাসীর কথা স্বীকার করে। তার বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করে পরদিন লালচানকে পঞ্চগড় জেল হাজতে প্রেরন করা হয়।