পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানির ট্যাংকিতে ঘুমের ঔষধ মিশিয়ে দুধর্ষ চুরি!


পঞ্চগড় প্রতিনিধি ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্যাংকির পানিতে ঘুমের ঔষধ মিশিয়ে বাড়ির লোকদের নিস্তেজ করে মধ্যরাতে ঘরে প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রীসহ প্রায় ১০ লক্ষ টাকা চুরির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে সাবেক ইস্পিকার ব্যারিষ্টার জমির উদ্দীন সরকারের গ্রামের বাড়ির পাশে বিশিষ্ট পাথর ব্যবসায়ী আলহাজ রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনাটি ঘটে। রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় তেঁতুলিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে রফিকুলের ছোট ভাই রাজ্জাক হোসেন বাংলানিউজকে জানান, আমরা ট্যাংকির পানি ফিল্টার করে খায়। গত তিন দিন ধরে আমাদের বাড়ির সকলের সারাদিন ঘুম ঘুম ভাব থাকতো। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) আমাদের সকলের চোখে অতিরিক্ত ঘুম আসলে রাতে তারাতারি বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি। তখনি বাসায় চুরির ঘটনা ঘটে। এক সময় কয়েকজন লোক সাথে দুজন মহিলা কে দেখতে পায়। তারা যে আমাদের ঘর তল্লাশি এবং নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী নিচ্ছে তাও আমরা বুঝতে পারি। কিন্তু শরীর এতই দুর্বল হয়ে পড়ে যে আমরা কাউকে ডাকতে পারছিলাম না। তিনি আরো জানান, গত কয়েকদিন থেকে তাবলিকের সদস্য তালিম করা কিছু মহিলা বাড়িতে আসতো, নামাজ পড়তো। আমাদের ধারণা তারায় এই ঘটনাটি ঘটিয়েছে। তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বাংলানিউজকে জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে রফিকুল ইসলাম। আমাদের তদন্তটিম ঘটনা পর্যবেক্ষণ করতে তাদের বাড়িতে গেছে।