পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১ হাজার অসহায় ও অতি দরিদ্রদের মাঝে ইএসডিও শীতবস্ত্র কম্বল বিতরণ


আাবু তাহের আনসারী পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতার্ত মানুষদের পাশের্^ ইকো সোসাল ডেভেলপমেন্ট ( ইএসডিও)। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইএসডিওর ১ হাজার অসহায় ও অতি দরিদ্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
গতকাল বিকালে পঞ্চগড়ের তেঁতুলিয়াা উপজেলায় পল্লি কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় ইকো সোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ( ইএসডিও) এর বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্তরে ১ হাজার অসহায় ও অতি দরিদ্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউসুফ আলী, তেঁতুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, ইএসডিওর ডিপিসি মোঃ আইনুল হক, জোনাল ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন,শ্খাা ব্যবস্থাপক মোঃ অলিয়ার রহমান প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার তেঁতুলিয়া উপজেলার ১ হাজার অসহায় ও অতি দরিদ্র প্রতিবন্ধি, বয়স্ক ও বৃদ্ধ নারী শীতার্ত মানুষদের মাঝে শীতের উপহার হিসেবে শীতবস্ত্র তুলে দেন।