পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২০২৩ সালের বই উৎসব পালিত


আবু তাহের আনসারী পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সকল প্রাথমিক, প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের বই উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে।
আজ পহেলা জানুয়ারী সারা দেশের ন্যায় পঞ্চগড়েও পালিত হয়েছে বই উৎসব। বই উৎসবে মেতে আনন্দে উৎফলিত শিশুরা। বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে শিশুরা যেন বিদ্যালয়ের প্রতি মনঃযোগ এসেছে তেমনি বর্তমান সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন শিক্ষার্থীর অভিভাবকরাও।
প্রশাসনের কর্তারাও আজ বসে নেই। বিদ্যালয়ে বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে সকাল থেকে মাঠে নেমেছেন। অন্যদিকে এক শ্রেণীর রাজনৈতিক ব্যক্তিবর্গ বর্তমান সরকারের নাফল্য তুলে ধরেন শিক্ষার্থী ও অভিভাবকদের সামনে।অভিভাবকরা বছরের শুরুতে নতুন বই শিক্ষার্থীদের হাতে দিতে পেরে বর্তমান সরকারকে ধন্যবাদ জানান।
উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা সকাল ৮ টা থেকে শুরু করে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন শিক্ষার্থীদের হাতে।অপরদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ও সকল ইউপি চেয়ারম্যনগন তাদের নিজ নিজ এলাকার বিদ্যালয় গুলোতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।