পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লংঘনের দায়ে ৩ ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা


আবু তাহের আনসারী পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভদ্রেশ্বর এলাকা সংলগ্ন করতোয়া নদী হতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লংঘন করে বালু ও পাথর উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালত ৩ ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
আজ সোমবার (৩১ অক্টোবর) দুপুরে ভজনপুর ইউনিয়নের ভদ্রেশ্বর এলাকায় করতোয়া নদীতে ভ্র্যামমান আদালত পরিচালনাকালে সংশ্লিষ্ট আইন লংঘন করে আবাসিক এলাকার ১ কিলোমিটারের মধ্যে করতোয়া নদীর তলদেশ এবং তীরবর্তী স্থান হতে বালু ও পাথর উত্তোলন করে গুরুত্বপূর্ণ স্থাপনা, নদীর তীর, চলাচলের রাস্তা, চা বাগান, টিলার ক্ষতি সাধন এবং নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ, মৎস্য, জলজ প্রাণি ও উদ্ভিদ বিনষ্ট করার দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী বালু ও পাথর পরিবহনে ব্যবহৃত ট্রলিসহ আটককৃত ৩ ব্যক্তিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, ভজনপুর ইউনিয়নের সারাপিগছ গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র মহসিন আলী (২৫), সিপাহীপাড়া গ্রামের মমিজউদ্দীনের পুত্র শাহিনুর রহামন (২০), নিজবাড়ী গ্রামের সলিম উদ্দীনের পুত্র জমিরুল ইসলাম (৩৫)।
এ সময় ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসলিম উদ্দীন ও তেঁতুলিয়া মডেল থানার এসআই দীনবন্ধু সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।