পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা শিক্ষক কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


আবু তাহের আনসারী পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা শিক্ষক কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৪কগ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা শিক্ষক কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক উপজেলা শিক্ষক কর্মচারি কো অপারেটিভ লিঃ এর চেয়ারম্যন মোঃ আসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার মোঃ মোস্তফা কামাল।
শিক্ষক সামসুজ্জোহা নিয়াজিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালব এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যন ফাহমিদা সুলতানা সুমি,ডিরেক্টর জিল্লুর রহমান,উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক হোসেন, পঞ্চগড় উপজেলা কো-অপারেটিভ লিঃ এর চেয়ারম্যন আবু সাঈদ, জেলা ব্যবস্থাপক ফারুক আহমেদ, অটোয়ারী উপজেলা কো-অপারেটিভ লিঃ এর চেয়ারম্যন জিল্লুর নুর হোসন সরকার, বোদা উপজেলা কে-অপারেটিভ লিঃ এর চেয়ারম্যন আপেল মাহমুদসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ ।
প্রধান অতিথি বলেন সারা বাংলাদেশের মধ্যে তেঁতুলিয়া উপজেলায় ব্যয়ের সংখ্যা খুবই কম বলে অনুষ্ঠানের সভাপতিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তেঁতুলিয়া উপজেলা শিক্ষক কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৪তম বার্ষিক সাধারণ সভায়স্বাগত বক্তব্য রাখেন তেঁতুলিয়া উপজেলা শিক্ষক কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যন মোঃ আসলাম,বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক মাসুদ আল করিম সরকার। অনুষ্ঠান শেষে সকল সদস্যদের মাঝে খাদ্য প্যকেটের সাথে লটারী কুপন দেয়া হয় এবং শেষে সকল সমস্যের সামনে লটারীর টিকিট নিয়ে পুরস্কার বিতরণ করা হয়।