ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়ের দেবীগঞ্জে ১১বছর পায়ে লোহার শিকলে বাধা বাসন্তি রাণীর জীবন

পঞ্চগড় প্রতিনিধিঃ দীর্ঘ ১১ বছর ধরে পায়ে লোহার শিকলে বাধা জীবন কাটছে বাসন্তি রাণী। রোগাক্রান্ত দেহে বাসন্তি শুধু ফ্যালফ্যাল করে চেয়ে দেখে তার চারপাশ। তবে পায়ে মোটা লোহার শিকলে বাধা থাকায় বিশেষ কাঠের বেঞ্চই তার একমাত্র আশ্রয়স্থল। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীরহাট ডাঙ্গাপাড়া গ্রাম। এ গ্রামে জন্ম নেয় ফুটফুটে এক শিশু। বাবা-মা অনেক আদর করে নাম রাখেন বাসন্তী রাণী। বাবা হরিপদ রায় পেশায় কামার হলেও স্বপ্ন দেখতেন মেয়েকে উচ্চ শিক্ষত করবেন। মেয়ে স্কুলে বেশ ভালই পড়াশোনা করছিল। ৮ম শ্রেণিতে পড়ার সময় তার আচরণ পাল্টাতে থাকে। কখনও প্রলাপ বকতো। গ্রামে যার-তার বাড়িতে গিয়ে কাউকে কিছু না জানিয়ে জিনিসপত্র নিয়ে আসতো। এনিয়ে বাবা হরিপদের কাছে প্রায়ই নালিশ করতো স্থানীয়রা। অনেকে মারধরও করতো। অনেককে দিতে হতো জরিমানা। গরিব বাবা হরিপদ মেয়েকে সুস্থ করার জন্য স্থানীয় ভাবে চিকিৎসা করে তাকে সুস্থ করতে না পেরে বাসন্তির পায়ে লোহার শিকল পড়িয়ে গাছে বেধে রাখেন। বাসন্তির ভাবী পবিত্রা রাণী খাবারসহ তার প্রয়োজনীয় সহায়তা করলেও শিকলে বাধা জীবন থেকে মুক্তি মিলেনি। সরেজমিনে গিয়ে দেখা গেছে,বাসন্তি কে বাহিরে আম গাছের সাথে পায়ে শিকল দিয়ে বেধে রাখা হয়েছে। স্থানীয়রা বলছেন উন্নত চিকিৎসা করলে বাসন্তি ফিরে পেতে পারেন তার স্বাভাবিক জীবন। সেও বাঁচতে পারেন অন্যান্য মানুষের মতো। পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, বাসন্তীর চিকিৎসা করলে সে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। এ বিষয়ে আমার ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় সহায়তা করা হবে। বাবা হরিপদ রায়, ভাই রতন কুমার ও ভাবি পবিত্রা রানী ও প্রতিবেশী মনোয়ারা জানান, অন্যের বাড়ি যাওয়ায় অনেকে মারধর করে, কেউ অভিযোগ করে, কখনও দিতে হতো জরিমানা ,এমন সমস্যার কারণে আমরা তাকে বেধে রেখেছি। তারা জানান সরকার ও সমাজের লোকজনের কাছে তার মেয়ের চিকিৎসার আবেদন জানিয়েছেন। সঠিকভাবে চিকিৎসা করা হলে বাসন্তী রানী আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবে

You must be Logged in to post comment.

গাংনীর ধানখোলায় বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শ্যামপুর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে মহিষাখেলা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন     |     মেহেরপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা     |     ঠাকুরগাঁওয়ে সরকারি আশ্রয়ণে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন পালন      |     হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগের প্রত্যাশা দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পাবেন খন্দকার মশিউজ্জামান রোমেল     |     মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |