পঞ্চগড়ের দেবীগঞ্জে ১১বছর পায়ে লোহার শিকলে বাধা বাসন্তি রাণীর জীবন


পঞ্চগড় প্রতিনিধিঃ দীর্ঘ ১১ বছর ধরে পায়ে লোহার শিকলে বাধা জীবন কাটছে বাসন্তি রাণী। রোগাক্রান্ত দেহে বাসন্তি শুধু ফ্যালফ্যাল করে চেয়ে দেখে তার চারপাশ। তবে পায়ে মোটা লোহার শিকলে বাধা থাকায় বিশেষ কাঠের বেঞ্চই তার একমাত্র আশ্রয়স্থল। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীরহাট ডাঙ্গাপাড়া গ্রাম। এ গ্রামে জন্ম নেয় ফুটফুটে এক শিশু। বাবা-মা অনেক আদর করে নাম রাখেন বাসন্তী রাণী। বাবা হরিপদ রায় পেশায় কামার হলেও স্বপ্ন দেখতেন মেয়েকে উচ্চ শিক্ষত করবেন। মেয়ে স্কুলে বেশ ভালই পড়াশোনা করছিল। ৮ম শ্রেণিতে পড়ার সময় তার আচরণ পাল্টাতে থাকে। কখনও প্রলাপ বকতো। গ্রামে যার-তার বাড়িতে গিয়ে কাউকে কিছু না জানিয়ে জিনিসপত্র নিয়ে আসতো। এনিয়ে বাবা হরিপদের কাছে প্রায়ই নালিশ করতো স্থানীয়রা। অনেকে মারধরও করতো। অনেককে দিতে হতো জরিমানা। গরিব বাবা হরিপদ মেয়েকে সুস্থ করার জন্য স্থানীয় ভাবে চিকিৎসা করে তাকে সুস্থ করতে না পেরে বাসন্তির পায়ে লোহার শিকল পড়িয়ে গাছে বেধে রাখেন। বাসন্তির ভাবী পবিত্রা রাণী খাবারসহ তার প্রয়োজনীয় সহায়তা করলেও শিকলে বাধা জীবন থেকে মুক্তি মিলেনি। সরেজমিনে গিয়ে দেখা গেছে,বাসন্তি কে বাহিরে আম গাছের সাথে পায়ে শিকল দিয়ে বেধে রাখা হয়েছে। স্থানীয়রা বলছেন উন্নত চিকিৎসা করলে বাসন্তি ফিরে পেতে পারেন তার স্বাভাবিক জীবন। সেও বাঁচতে পারেন অন্যান্য মানুষের মতো। পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, বাসন্তীর চিকিৎসা করলে সে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। এ বিষয়ে আমার ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় সহায়তা করা হবে। বাবা হরিপদ রায়, ভাই রতন কুমার ও ভাবি পবিত্রা রানী ও প্রতিবেশী মনোয়ারা জানান, অন্যের বাড়ি যাওয়ায় অনেকে মারধর করে, কেউ অভিযোগ করে, কখনও দিতে হতো জরিমানা ,এমন সমস্যার কারণে আমরা তাকে বেধে রেখেছি। তারা জানান সরকার ও সমাজের লোকজনের কাছে তার মেয়ের চিকিৎসার আবেদন জানিয়েছেন। সঠিকভাবে চিকিৎসা করা হলে বাসন্তী রানী আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবে