পঞ্চগড়ের বিলুপ্ত গাড়াতি ছিটমহলে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ক্লাব


পঞ্চগড় প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বিলুপ্ত গাড়াতি ছিটমহলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য ডিজিটাল ক্লাব স্থাপন করা হয়েছে। ওই ক্লাবে বিলুপ্ত ছিটমহলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন সুযোগ সুবিধা রাখা হয়েছে। ক্লাবটি পরিচালনার জন্য বিলুপ্ত ছিটমহলে এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। একটি বিদেশি সাহায্য সংস্থার অর্থায়নে পঞ্চগড় অঙ্গীকার সমাজ উন্নয়ন সংস্থা এই ডিজিটাল ক্লাব স্থাপন করে। সোমবার দুপুরে পঞ্চগড় শহরের অঙ্গীকার সমাজ উন্নয়ন সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির নির্বাহী পরিচালক মালেকা ইয়াসমিন। এসময় তিনি আরও জানান এই ক্লাবের মাধ্যমে বিলুপ্ত ছিটমহলের যুবক যুবতীরাই এখন নিজেদের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, নারীদের শেলাই মেশিন প্রশিক্ষণ, নৈশ বিদ্যালয় স্থাপন ও ঝরে পড়া শিশুদের জন্য বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে। এসময় পঞ্চবার্তার সম্পাদক আলমগীর জলিল,মানবজমিনের পঞ্চগড় জেলা প্রতিনিধি সাবিবুর রহমান সাবিব,পঞ্চগড় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের পঞ্চগড় জেলা প্রতিনিধি আব্দুর রহিম,বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি সরকার হায়দার,ডিবিসি‘র পঞ্চগড় জেলা প্রতিনিধি লুৎফর রহমানসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।