পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলের মফিজার রহমান কলেজের নবীন বরণ ও বিদায়ী অনুষ্ঠান

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বিলুপ্ত গাড়াতি ছিটমহলের মফিজার রহমান কলেজের নবীন ছাত্র-ছাত্রীদের বরণ ও এইচএস সি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে পঞ্চগড়ের বিলুপ্ত গাড়াতি ছিটমহলের মফিজার রহমান কলেজের নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এবং এইচএস সি পরীক্ষার্থীদের ফুল দিয়ে বিদায় জানানো হয়। কলেজের সভাপতি মফিজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান । এসময় বক্তব্য জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুল,হাফিজাবাদ ইউনিয়নের চেয়ারম্যন গোলাম মুছা কলিমুল্লাহ,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদরাসা অধ্যক্ষ মোজাম্মেল হক,কলেজের অধ্যক্ষ এম নুরুল্লাহ প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।