পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধভাবে গড়ে উঠা দুইটি ইট ভাটা মালিককে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা


বোদা পঞ্চগড় প্রতিনিধিঃ পরিবেশ অধিদপ্তরের নিয়মিত অভিযানে দুটি ইট ভাটাকে জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন। আজ (১৭ জানুয়ারী) দুপুরে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রন)আইন ২০১৩ এর সংশোধিত ২০১৯ আইন ১৫(১২(২),১৮(২) ধারা অনুযায়ী বি বি বিকক্স ও এমএমএল বিকক্সকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করেন। এ সময় বিবি ব্রিকস এর পরিচালকের কাছ হতে ৫ লাখ ও এম এম এল ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তবে পরিবেশ অধিদপ্তরের বিধি মোতাবেক ইট না পোড়ানোর দায়ে এ জরিমানা করেন। এ সময় বি বি ব্রিকস ভাটার একাংশ বুলডেজার দিয়ে ভেঙ্গে দেন। অভিযান পরিচালনা সময় পঞ্চগড় এর সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ফজলে রাব্বি এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।